ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

এবাদতের টি-টোয়েন্টি বিশ্বকাপও শেষ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
এবাদতের টি-টোয়েন্টি বিশ্বকাপও শেষ

তাসকিন আহমেদ পুরো রান-আপেই দৌড়াচ্ছেন। তার সঙ্গী ফিজিও মোজাদ্দেদে আলফে সানি, বোলিংয়ে টুকটাক টিপস দিচ্ছেন খালেদ মাহমুদ সুজন।

এমন দৃশ্য দেখা গেছে মঙ্গলবার মিরপুরে। তাসকিন ইনজুরি কাটিয়ে ফিরলেও তার সঙ্গী এবাদত হোসেনকে নিয়ে আছে দুঃসংবাদ, ওয়ানডের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হচ্ছে না তার। আগামী বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে।  

গত বিশ্বকাপের সময় চোট অনুভব করেন তাসকিন। ব্যথা নিয়েই কয়েকটি ম্যাচও খেলেন তিনি। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরে ও প্রতিপক্ষের মাঠে কোনো সিরিজেই রাখা হয়নি তাসকিনকে। পুনর্বাসন শেষে ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগেই ফিরতে পারেন এই পেসার, এমন সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তবে এবাদতকে নিয়ে একটি দুঃসংবাদের কথাও জানিয়েছেন তিনি। ওয়ানডে বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে চোট পান এবাদত। পরে জানা যায়, তার লিগামেন্ট ইনজুরির কথা। সেটিতে করা হয়েছে অস্ত্রোপচারও।  

দুর্দান্ত ফর্মে থেকেও বিশ্বকাপ খেলা হয়নি এবাদতের। টুর্নামেন্টের আগে ও পরে তাকে না পাওয়ার আফসোসের কথা জানান কোচ ও অধিনায়ক। এবার জানা গেলো, আগামী বছরের আগস্ট-সেপ্টেম্বরের আগে মাঠে ফেরা হচ্ছে না এবাদতের।

মঙ্গলবার নিজের বাসায় নান্নু সাংবাদিকদের বলেন, ‘এবাদতের আমার মনে হচ্ছে পরের মৌসুমটা দিয়ে শুরু করার সম্ভাবনা আছে। মানে আমাদের ঘরোয়া মৌসুম অগাস্ট-সেপ্টেম্বরে। হয়তো এর আগে সম্ভব না। এরকম একটা তথ্য আমাদের কাছে আছে। চূড়ান্ত আপডেট মেডিকেল থেকে না আসলে তো বলতে পারছি না। ’

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।