ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি আজ নেপিয়ারে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

 

এই ম্যাচে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে ওয়ানডেতে দারুণ ফর্মে থাকা পেসার তানজিদ হাসান সাকিবের। একাদশে জায়গা পাননি মেহেদি হাসান মিরাজ। নিউজিল্যান্ডের একাদশে জায়গা পাননি জ্যাকব ডাফি ও রাচিন রবীন্দ্র।

নিউজিল্যান্ড একাদশ: টিম সেইফার্ট, ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি ও বেন সিয়ার্স।  

বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), রনি তালুকদার, তৌহিদ হৃদয়, আফিফ হোসাইন, মাহেদি হাসান, রিশাদ হোসাইন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।  

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।