ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

সিরিজ জয়ের লক্ষ্যে এবার আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
সিরিজ জয়ের লক্ষ্যে এবার আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম ম্যাচটি বাংলাদেশের জন্য ছিল বেশ স্মরণীয়। প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে তাদের মাটিতে এই ফরম্যাটে ম্যাচ হারায় বাংলাদেশ।

দ্বিতীয়টি অবশ্য ভেসে যায় বৃষ্টিতে।  

সিরিজ জয়ের লক্ষ্যে শনিবার শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। টস হেরে এ ম্যাচে আগে ব্যাট করতে হবে।

এ ম্যাচে নেই লিটন; তার জায়গা নিয়েছেন শামীম পাটোয়ারী। খেলছেন স্পিনার তানভীর ইসলামও।

নিউজিল্যান্ডের একাদশ অবশ্য থাকছে অপরিবর্তিত। সিরিজের তিনটি ম্যাচই তারা খেলছে একই একাদশ নিয়ে।  

বাংলাদেশ একাদশ : রনি তালুকদার, শামীম হোসেন, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মাহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ : মিচেল স্যান্টনার (অধিনায়ক), টিম সাইফার্ট, ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, বেন সিয়ার্স, অ্যাডাম মিলনে, ইশ সোধি ও টিম সাউদি।

বাংলাদেশ সময় : ০৫৪০ ঘণ্টা, ৩১ ডিসেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।