ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

শাহিনকে ছাড়াই সিডনিতে খেলবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
শাহিনকে ছাড়াই সিডনিতে খেলবে পাকিস্তান

প্রথম দুই ম্যাচ হারায় সিরিজ ইতোমধ্যেই নাগালের বাইরে চলে গেছে। তাই তৃতীয় ম্যাচ হয়ে দাঁড়িয়েছে নিয়মরক্ষার।

যদিও অজি ব্যাটার ডেভিড ওয়ার্নারের বিদায়ী টেস্ট হওয়ায় আলাদা উপলক্ষ্য পেয়েছে সেটি। তবে অস্ট্রেলিয়া সফর থেকে খালি হাতে ফিরতে চায় না পাকিস্তান। তাই কাল থেকে শুরু হতে যাওয়া সিডনি টেস্টে ঘুরে দাঁড়াতে একাদশে দুটি পরিবর্তন এনেছে তারা।

দলের সেরা পেসার শাহিন আফ্রিদিকে বিশ্রাম দেওয়াটা বেশ অবাকই করার মতোই। এছাড়া বাদ দেওয়া হয়েছে ওপেনার ইমাম উল হককে। তার জায়গায় কাল অভিষেক হবে সাইম আইয়ুবের। শাহিনের পরিবর্তে খেলবেন স্পিনার সাজিদ খান।

সিরিজ শুরুর আগে ক্যানবেরায় প্রস্তুতি ম্যাচ খেলার সময় ডান পায়ে অস্বস্তি অনুভব করেন শাহিন। তারপরও পার্থ ও মেলবোর্ন টেস্ট মিলিয়ে প্রায় ১০০ ওভার বোলিং করেছেন বাঁহাতি এই পেসার। তাই তাকে শেষ টেস্টে খেলিয়ে ঝুঁকি নিতে চায় না পাকিস্তান।  

যদিও শেষ দুই ম্যাচে খুব একটা দাপট দেখাতে পারেননি শাহিন। গত বছর ইনজুরি থেকে ফেরার পর তার গতি অনেকটাই কমে গিয়েছে। নাসিম শাহ না থাকায় অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের আনকোড়া বোলিং অ্যাটাকে একমাত্র আশা ছিলেন তিনি। সেই তুলনায় হতাশই করেছেন বাঁহাতি এই পেসার।

অন্যদিকে ইমামের বাদ পড়াটা অবশ্য অনুমিতই ছিল। পার্থ টেস্টের প্রথম ইনিংসে ফিফটি করলেও সিরিজের বাকি তিন ইনিংসে তেমন কিছুই করতে পারেননি। বিশেষ করে মেলবোর্ন টেস্টে অজি বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন তিনি।  

পাকিস্তান পরিবর্তন আনলেও অপরিবর্তিত একাদশ নিয়েই সিডনিতে খেলবে অস্ট্রেলিয়া। এমনটাই আজ সকালে জানিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স।

পাকিস্তান একাদশ: সাইম আইয়ুব, আব্দুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, সাজিদ খান, হাসান আলী, মির হামজা, আমের জামাল।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।