ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের টি-টোয়েন্টি দলে ফিরলেন কোহলি-রোহিত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ভারতের টি-টোয়েন্টি দলে ফিরলেন কোহলি-রোহিত

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সংস্করণে আর খেলেননি বিরাট কোহলি ও রোহিত শর্মা। দীর্ঘ বিরতি শেষে দুজনই ফিরছেন দলে।

 

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দুজনকে রেখেই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে কোহলি ও রোহিত ছাড়াও জায়গা পেয়েছেন দুই উইকেটরক্ষক জিতেশ শর্মা ও সাঞ্জু স্যামসন।

এ ছাড়া দলে আছেন আর্শদিপ সিং, আবেশ খান ও মুকেশ কুমার। তবে চোটের কারণে দলে নেই সূর্যকুমার যাদব। আইপিএল দিয়ে ফিরবেন তিনি। আগামী ১১ জানুয়ারি মোহালিতে হবে প্রথম ম্যাচ।

ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, রিংকু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), সাঞ্জু স্যামসন, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণয়, কুলদীপ যাদব, আর্শদিপ সিং, আবেশ খান, মুকেশ কুমার।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।