ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

অক্ষরের দারুণ বোলিংয়ের পর জসওয়াল-দুবে ঝড়ে সিরিজ ভারতের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
অক্ষরের দারুণ বোলিংয়ের পর জসওয়াল-দুবে ঝড়ে সিরিজ ভারতের

১৪ মাস পর টি-টোয়েন্টিতে ফিরে পরপর দুই ম্যাচে ডাক মারলেন রোহিত শর্মা। কিন্তু তাতে খুব একটা অসুবিধা হয়নি ভারতের।

যশস্বী জসওয়াল ও শিভাম দুবের ঝোড়ো ব্যাটিংয়ে ২৬ বল হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা। তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করে ফেলল এক ম্যাচ বাকি থাকতেই।

ইন্দোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে  ১৭৩ রানের লক্ষ্য দিয়ে ৬ উইকেটে হেরেছে আফগানিস্তান। টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লের ভেতরই দুই ওপেনারকে হারায় সফরকারীরা। রহমানউল্লাহ গুরবাজকে রবি বিষ্ণোই ও ইব্রাহিম জাদরানকে ফেরান অক্ষর প্যাটেল। একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত লড়াই করতে থাকেন তিনে নামা গুলবাদিন নাইব। কিন্তু ২৮ বলে ফিফটি করার পর তার ইনিংস খুব একটা দীর্ঘ হয়নি। অক্ষরের শিকার হয়ে ৩৫ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫৭ রানে সাজঘরে ফেরেন তিনি। এরপর নাজিবুল্লাহর ২৩, করিম জানাতের ১০ বলে ২০ ও মুজিবউর রহমানের ৯ বলে ২১ রানের ক্যামিও ইনিংসে লড়াকু পুঁজি পায় আফগানরা। দুই উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া অক্ষর খরচ করেন কেবল ১৭ রান। এছাড়া অর্শদ্বীপ তিনটি ও বিষ্ণোই শিকার করেন দুই উইকেট।

জবাব দিতে নেমে শুরুতেই অধিনায়ক রোহিত শর্মাকে হারিয়ে ধাক্কা খায় ভারত। নিজের ১৫০তম টি-টোয়েন্টি ম্যাচটি গোল্ডেন ডাকে স্মরণীয় করে রাখেন রোহিত। এরপর পেছন ফেরে তাকাতে হয়নি স্বাগতিক। ফেরার ম্যাচে মাঠে নেমেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন বিরাট কোহলি। যদিও খুব বেশি চড়াও হতে পারেননি। ফজল হক ফারুকির শিকার হয়ে ১৫ বলে ৫ চারে ২৯ রানে ফেরেন সাজঘরে। তবে সমান তালে ব্যাট করতে থাকেন জসওয়াল  ও দুবে। চতুর্থ উইকেটে তাদের ৯২ রানের জুটি জয়ের পথ আরও মসৃণ করে দেয়।

৩৪ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৬৮ রানে থামেন জসওয়াল। তবে দুবে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। ৩২ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬৩ রান করে জয় নিশ্চিত করেন তিনি।

বাংলাদেশ সময়ঃ ০০০৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪

এএইচএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।