ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রণয়ের একার লড়াইয়ের পর হারতে হলো বাংলানিউজকে

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
প্রণয়ের একার লড়াইয়ের পর হারতে হলো বাংলানিউজকে

সকালে শীতের আবহ। এর মধ্যেই ক্রিকেটের উপলক্ষ পেয়ে গেলেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের কর্মীরা।

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত মিডিয়া কাপ ক্রিকেট-২০২৪ এ বাংলানিউজের জায়গা হয় 'জি' গ্রুপে।  

প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ চ্যানেল আই। মিডিয়া পাড়ার ক্রিকেটে যারা বেশ শক্তিশালী দল। তাদের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল প্রথমবারের মতো অংশ নেওয়া বাংলানিউজ।  

বল হাতে প্রণয় সরকার এক রান দিয়ে ফিরিয়ে দেন চ্যানেল আইয়ের ওপেনিং ব্যাটারকে। কিন্তু এরপরই আবির রহমানের ছন্নছাড়া বোলিং। এক ওভারেই ২৬ রান দিয়ে দেন তিনি। এরপর আবার প্রণয়ের বলে সহজ ক্যাচ ছেড়ে দেন।  

পরের ওভারে বোলিংয়ে এসে ২ উইকেট নিলেও ১৬ রান হজম করেন মিরাজ মাহবুব ইফতি। নিজের পরের ওভারে ২৪ রান দেন তিনি। এছাড়া আবীর রহমানের বলে উইকেটের পেছনে একটি ক্যাচও ছাড়েন ইফতি।  

প্রণয় পরের ওভারে এসে দেন ১৭ রান। শেষ ওভারে ১ উইকেট নেন আশরাফুল মাখলুকাত।  

চ্যানেল আইয়ের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন নিলাদ্রি শেখর। তবুও চ্যানেল আইয়ের রান হয় ৯৯, এক বল আগেই অলআউট হয়ে যায় তারা।  

১০০ রান তাড়া করতে নেমে ৭১ রান করতে পারে বাংলানিউজ। প্রথম ওভারেই ওপেনার ইফতি রান আউট হয়ে যান। ওই ধাক্কা আর পরে সামলে নিতে পারেনি তারা। বল হাতে দারুণ করা প্রণয় ব্যাট হাতেও ৩৩ রান করেন। বাকি ব্যাটাররা বলার মতো কিছুই করেননি। তবে বাংলানিউজের দুই উইকেটের বেশি নিতে পারেনি চ্যানেল আই। হেরেও নতুন কিছুর আশা নিয়ে মাঠ ছাড়ে বাংলানিউজ।  

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।