ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

শরিফুলের বিশ্বকাপ প্রস্তুতিতে সহায়তা করবে বিপিএল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
শরিফুলের বিশ্বকাপ প্রস্তুতিতে সহায়তা করবে বিপিএল

বিপিএলের দামামা বেজে গেছে। দলগুলোও পুরোদমে প্রস্তুতি নিতে শুরু করছে।

তবে এর মাঝেও শরিফুল ইসলামের মাথায় আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাঁহাতি এই পেসারের মতে, বিশ্বকাপ প্রস্তুতিতে বেশ ভালোভাবেই সহায়ক ভূমিকা রাখবে বিপিএল।

গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা দারুণ কেটেছে শরিফুলের। তিন ফরম্যাট মিলিয়ে ২৮ ম্যাচ খেলে শিকার করেছেন ৫২ উইকেট। সেই ছন্দটা বিপিএলেও ধরে রাখার চেষ্টা করবেন তিনি।  

আজ মিরপুরে গণমাধ্যমকে শরিফুল বলেন, 'গত বছরটা আমার খুব ভালো গেছে, বিশেষ করে শেষ ৬-৭ মাস। নতুন বছরে বিপিএল দিয়েই ক্রিকেটে ফিরব। চেষ্টা থাকবে সেই ছন্দ ধরে রাখার। যতোটা ফিট থেকে খেলা যায়, সে চেষ্টাও থাকবে। কারণ, সামনে দেশের হয়ে অনেক খেলা আছে। এটাই আমার মূল লক্ষ্য। '

'বিপিএল অনেক সহায়তা করবে। যেহেতু সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমাদের এটিই (মূল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সবাই চাইবে নিজেদের সেরাটা দিয়ে পারফর্ম করতে, আর নতুন কিছু করতে। এটা বিশ্বকাপেও আমাকে সহায়তা করবে। '

এবারের আসরে বিপিএলে দুর্দান্ত ঢাকার হয়ে খেলবেন শরিফুল। দল হিসেবে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, 'আমাদের প্রথম লক্ষ্য থাকবে চারে ওঠা। সেরা চারে উঠতে পারলে আমরা ফাইনালের চিন্তা করব। আমাদের দলে আমি আছি, সৈকত (মোসাদ্দেক হোসেন) ভাই আছে, তাসকিন ভাই আছে, ইরফান শুক্কুর ভাই আছে, সাইফ হাসান আছে, নাঈম শেখ আছে; দেশি প্লেয়াররা আমরা যদি ভালো করি, কিছু কিছু ম্যাচে উইনিং পারফরম্যান্স করি, তাহলে আমরা ভালো করব। '

এদিকে আগামী ১৯ জানুয়ারি শুরু হবে বিপিএল। আসরের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে লড়বে দুর্দান্ত ঢাকা।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।