ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলের স্পন্সর হলো বসুন্ধরা চা

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
বিপিএলের স্পন্সর হলো বসুন্ধরা চা

দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হচ্ছে আগামী ১৯ জানুয়ারি থেকে। বুধবার ঘোষণা করা হয়েছে বিপিএলের স্পন্সরশিপ, এর মধ্যে রয়েছে বসুন্ধরা চা; কো-স্পন্সর হিসেবে রয়েছে প্রতিষ্ঠানটি।

 

এছাড়া বিপিএলের টাইটেল স্পন্সর হিসেবে গতবারের মতো এবারও থাকছে ইস্পাহানী চা। পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে নগদ, ওমেরা এলপিজি গ্যাস ও ইউসিআইসি ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস।

স্পন্সরশিপ ঘোষণার জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন ও বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু। এছাড়াও স্পন্সরশিপ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
এমএইচবি/এমএইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।