ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

‘মাঠে কেউ কাউকে ছাড় দেন না’, সাকিব-তামিমের মুখোমুখি প্রসঙ্গে মিরাজ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
‘মাঠে কেউ কাউকে ছাড় দেন না’, সাকিব-তামিমের মুখোমুখি প্রসঙ্গে মিরাজ

প্রশ্নটা শুনে শুরুতে মুচকি হাসলেন মেহেদী হাসান মিরাজ। এরপর বললেন, ‘আমরা তো এই রকম চিন্তা করি না...’।

কিছুক্ষণ ভেবে দেওয়া এই উত্তরের পরের অংশে মিরাজ আড়াল করতে চাইলেন প্রসঙ্গটিই। বিপিএলে মাঠের লড়াই শুরু হয়ে গেছে এর মধ্যে।  

আগামীকাল সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্সের সঙ্গে মুখোমুখি হবে ফরচুন বরিশাল। গত কয়েক মাসে বেশ আলোচিত বিষয় দুই বন্ধুর সম্পর্কের অবনতির বিষয়টি, তারা নিজেরাও সেটি প্রকাশ করেছেন। এবার তাদের দেখা হচ্ছে মাঠে। সাকিবের মুখোমুখি হচ্ছেন তামিম?

এমন প্রশ্নের উত্তরে মিরাজ বলেন, ‘আমরা তো এই রকম কখনই চিন্তা করি না। আপনি যেটা বললেন সাকিব ভাই ভার্সেস তামিম ভাই যে লড়াই, আপনি যার সঙ্গে খেলেন না কেন সেটা কিন্তু প্রতিপক্ষ। আপনি যে টিমের সঙ্গে খেলেন না কেন আবার যখন একসঙ্গে খেলেন তখন তো প্রতিপক্ষ তো না টিমমেট। ক্রিকেট খেলায় আপনি যারই প্রতিপক্ষ হন না কেন সেই আপনার প্রতিপক্ষ এবং মাঠে কিন্তু কেউ কাউকে ছাড় দেন না। সেটা যেই হোক। ’

‘আমি যদি আমার বন্ধুর সঙ্গে খেলি তো কখনই ছাড় দেব না। এটাই আপনি যেটা বললেন। প্রতিপক্ষ ইজ প্রতিপক্ষ। খেলার ভেতর সেটা, বাইরে আবার বন্ধু সবাই বন্ধু, সবাই আবার ভাই। খেলায় যেই থাকুক না কেন, সেই প্রতিপক্ষ। ’

এবার বেশ তারকাবহুল দল গড়েছে ফরচুন বরিশাল। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন-মিরাজরা। দলটির প্রত্যাশা এবার কী? মিরাজ জানিয়েছেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথাই।  

তিনি বলেন, ‘শিরোপা জিততে হলে কিন্তু অনেক কঠোর পরিশ্রম করতে হয়। সহজে সহজে কখনও শিরোপা জেতা যায় না। আর আমরা সেভাবেই কষ্ট করছি, সেইভাবে আমরা চেষ্টা করব যে ভালো ক্রিকেট খেলার জন্য এবং আমাদের দলের মধ্যে ওই সম্ভাবনা আছে। এবং আমি মনে করি যে ভাগ্যও দরকার আছে। ’

‘প্রত্যাশা একটাই যে ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হতে হবে। কারণ, আমি একটা কথা বলে এসেছিলাম গত বছরও এ বছরও বলছি যে আমি কখনও বিপিএল চ্যাম্পিয়ন হতে পারি নাই। একবার চ্যাম্পিয়ন হতে চাই। আর চ্যাম্পিয়ন হওয়ার জন্য যেগুলো দরকার সেগুলো আমরা প্র্যাকটিসে করেছি। চেষ্টা করব, চ্যাম্পিয়ন হওয়ার জন্য। ’

বাংলাদেশ সময় : ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।