ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

চোখের ডাক্তার দেখাতে এবার সিঙ্গাপুরে যাচ্ছেন সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
চোখের ডাক্তার দেখাতে এবার সিঙ্গাপুরে যাচ্ছেন সাকিব

সাকিব আল হাসান চোখের সমস্যা যেন তাকে ছাড়ছেই না। বিশ্বকাপের সময় এ কারণে ঠিকঠাক ব্যাটিং করতে পারেননি বলে জানিয়েছিলেন।

পরে যুক্তরাষ্ট্রে ডাক্তার দেখানোর পর তাকে চাপ কম নেওয়ার পরামর্শ দেওয়া হয়।  

এরপর কিছুদিনের জন্য সমস্যা থেকে মুক্তি পেয়েছিলেন। তবে বিপিএল শুরুর আগে লন্ডনে চোখের ডাক্তার দেখাতে যান। এসে রংপুর রাইডার্সের হয়ে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচটিও খেলেছেন। তবে ম্যাচের পরই অধিনায়ক নুরুল হাসান সোহান জানিয়েছিলেন, চোখের সমস্যা কাটেনি সাকিবের।  

এখন খবর চোখের ডাক্তার দেখাতে এবার সিঙ্গাপুর যাচ্ছেন সাকিব। আজ (শনিবার) রাতেই তার উড়াল দেওয়ার কথা রয়েছে। এরপর এসে সাকিব দ্বিতীয় ম্যাচটিও খেলবেন, এমন আশা করেছে রংপুর রাইডার্সের দলীয় সূত্র।  

আগামী মঙ্গলবার দেড়টায় নিজেদের পরের ম্যাচে সিলেটের বিপক্ষে ম্যাচ খেলবে রংপুর। ওই ম্যাচে সাকিবকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। এমনকি তিনি কবে ফিরবেন মাঠে, এ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। বরিশালের বিপক্ষে ম্যাচের পরই চোখের সমস্যা নিয়ে খেলায় অস্বস্তির কথা জানান সাকিব। পরে বিসিবির সঙ্গে যোগাযোগ করে এখন যাচ্ছেন সিঙ্গাপুরে।  

এবারের আসরে বেশ বড় আশা নিয়েই সাকিবকে দলে ভিড়িয়েছিল রংপুর রাইডার্স। তবে চোখের অস্বস্তি আগে থেকেই ভোগাচ্ছিল সাকিবকে। রংপুর ম্যানেজমেন্ট চাইলেও নেননি অধিনায়কের দায়িত্ব।

বাংলাদেশ সময় : ২১৪৫ ঘণ্টা, ২০ জানুয়ারি, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।