ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

রংপুর রাইডার্সে যোগ দিতে ঢাকার পথে বাবর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
রংপুর রাইডার্সে যোগ দিতে ঢাকার পথে বাবর

নিউজিল্যান্ড সিরিজ শেষ করেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে রওয়ানা দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আজ রাতেই রংপুর রাইডার্স টিমে যোগ দেবেন তিনি।

ইনস্টাগ্রামে এক স্টোরিতে বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেন বাবর।

প্লেয়ার্স ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে বাবর আজমকে দলে ভিড়িয়েছে রংপুর। বিদেশি ক্রিকেটারদের কোটায় সরাসরি চুক্তিতে পাকিস্তানের অভিজ্ঞ এই ব্যাটারকে দলে নিয়েছে রংপুর। আগামীকাল নিজেদের পরবর্তী ম্যাচে মাশরাফি বিন মর্তুজার দল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খেলতে নামবে দলটি। সবকিছু ঠিকঠাক থাকলে এই ম্যাচেই দেখা যেতে পারে বাবরকে।

এদিকে চোখের সমস্যার কারণে প্রথম ম্যাচ খেলেই ছিটকে গেছেন রংপুরের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। চোখের সমস্যার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন সাকিব। ফলে আগামীকালের ম্যাচসহ অনির্দিষ্টকালের জন্য তাকে পাচ্ছে না রংপুর। বাবর যোগ দিলে এই ঘাটতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবে তারা।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।