ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা

২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম ম্যাচে মুখোমুখি হয়ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল।

শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে বরিশালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা।

এ আসরে এখন পর্যন্ত ২ ম্যাচে ১ জয় পেয়েছে বরিশাল। অন্যদিকে কুমিল্লা এক ম্যাচ খেলে হেরে গেছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৮ রান সংগ্রহ করেছে বরিশাল। কোনো রান না করেই বিদায় নিয়েছেন ওপেনিংয়ে নামা মেহেদী হাসান মিরাজ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একাদশ: লিটন দাস (উইকেটকিপার/অধিনায়ক), ইমরুল কায়েস, তৌহিদ হৃদয়, জাকের আলী, মোহাম্মদ রিজওয়ান, তানভীর ইসলাম, রোস্টন চেজ, মুস্তাফিজুর রহমান, ম্যাথিউ ফোর্ড, খুশদিল শাহ, আলিস ইসলাম

ফরচুন বরিশালের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), প্রীতম কুমার, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), শোয়েব মালিক, মাহমুদউল্লাহ, দুনিথ ওয়েলালাগে, খালেদ আহমেদ, মোহাম্মদ ইমরান, আব্বাস আফ্রিদি।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।