ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

২০২৩ বিসিসিআই অ্যাওয়ার্ড/

ভারতের বর্ষসেরা ক্রিকেটার গিল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
ভারতের বর্ষসেরা ক্রিকেটার গিল

সব ফরম্যাটের ক্রিকেটেই ২০২৩ সালটা ব্যাট হাতে দারুণ কেটেছে শুবমান গিলের। তারই ধারাবাহিকতায় এবার ভারতের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন এই টপ অর্ডার ব্যাটার।

আজ হায়দরাবাদে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার হাতে তোলেন গিল।  

ভারতের সবচেয়ে সম্ভাবনাময়ী ব্যাটার হিসেবে ভাবা হয় গিলকে। গত বছর নিজের প্রতিভার স্বাক্ষর বেশ ভালোভাবেই রেখেছেন তিনি। ২৯টি ওয়ানডে ম্যাচে ওপেনার হিসেবে খেলে তিনি ৬৩.৩৬ গড়ে ও ১০৫.৪৫ স্ট্রাইক রেটে করেন ১ হাজার ৫৮৪ রান। এর মধ্যে ৫টি সেঞ্চুরিও রয়েছে।

গত বছর ভারতের মাটিতে হওয়া ওয়ানডে বিশ্বকাপেও নজর কেড়েছেন গিল। গড়েছেন একটি রেকর্ডও। বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট হাতে নেমে ওয়ানডেতে সবচেয়ে দ্রুততম সময়ে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। মাত্র ৩৮ ম্যাচ খেলেই রেকর্ড ভেঙেছেন এই ডানহাতি ব্যাটার।

গিলের ঝুলিতে আছে আরও দুইটি রেকর্ড। গত বছর ভারতীয় খেলোয়াড়দের মধ্যে টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ রান করেন তিনি। শুধু কি তাই, সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকানোর রেকর্ডও নিজের করে নেন। টেস্টেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গিল। গত বছর এই ফরম্যাটে ২টি সেঞ্চুরি হাঁকান তিনি।  

টি-টোয়েন্টিতে, গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে আরও একটি কীর্তিতে নাম লেখান গিল। মাত্র পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে সব ফরম্যাটেই সেঞ্চুরির দেখা পান এই তরুণ ব্যাটার।  

গত আইপিএলেও আলো ছড়িয়েছেন গিল। গুজরাট টাইটান্সের জার্সিতে ৮৯০ রান করে মৌসুমের সর্বোচ্চ রান সংগ্রহ করে জিতে নেন 'অরেঞ্জ ক্যাপ'। আইপিএলের সব আসর মিলিয়েই যা দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এমনকি এক আসরেই তিন সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে তার ব্যাট থেকে আসে ১২৯ রান, যা আইপিএলের প্লে-অফ ইতিহাসে সর্বোচ্চ।

এর আগে সর্বশেষ ২০১৯ সালে বিসিসিআই বর্ষসেরার পুরস্কার জিতে নিয়েছিলেন পেসার জসপ্রিত বুমরাহ। তার আগে টানা চার বার এই পুরস্কার ঘরে তুলেছিলেন বিরাট কোহলি। তবে ২০১৯ সালের পর এই পুরস্কার প্রদান বন্ধ ছিল। বিসিসিআই এবার সবগুলো জমে থাকা পুরস্কার একসঙ্গে প্রদান করছে।

আগের তিন মৌসুমের বর্ষসেরার পুরস্কার জিতেছেন মোহাম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন এবং জসপ্রিত বুমরাহ। ২০২০-২১ মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অশ্বিন। আর ২০২১-২২ মৌসুমের বর্ষসেরা হয়েছেন বুমরাহ। অর্থাৎ এই ডানহাতি পেসার ক্যারিয়ারে দ্বিতীয়বার এই পুরস্কার জিতলেন। আর শামির ঝুলিতে গেছে ২০১৯-২০ মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

এছাড়া গত বছরের বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার জিতেছেন জাতীয় দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। এর আগের দুই বারের জয়ী একজনই- দীপ্তি শর্মা।  

বিসিসিআই এবার আজীবন সম্মাননা প্রদান করেছে সাবেক ভারতীয় ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক কোচ রবি শাস্ত্রীকে। আগেরবারের সম্মাননা পেয়েছেন আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়ার (২০১৯-২০)।  

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।