ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

টেস্ট খেলতে না চাইলে তাসকিনকে ‘জোর করবে না’ বিসিবি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৪
টেস্ট খেলতে না চাইলে তাসকিনকে ‘জোর করবে না’ বিসিবি

‘মেহনত করছি। উন্নতি হবেই।

উন্নতি না হয়ে কোথাও যাবে না...’ দুর্দান্ত ঢাকার হয়ে সংবাদ সম্মেলনে এসে ব্যাটিং নিয়ে কথাগুলো বলেছিলেন তাসকিন আহমেদ। পরে বেরিয়ে যেতে যেতে জানিয়েছেন নিজের শঙ্কার কথাও। কাঁধের ইনজুরিটা ভোগাচ্ছে বেশ।  

এজন্য ‘ওয়ার্কলোড ম্যানেজম্যান্ট’ করে খেলতে হবে তাকে। তখনই টেস্ট থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তাসকিন। পরে সেটি আনুষ্ঠানিক হয়েছে। শ্রীলঙ্কা সিরিজের দুই টেস্ট থেকে বিরতি চেয়েছেন এই পেসার। তাকে খেলাতে জোর করা হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।  

ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস শনিবার মুঠোফোনে জানিয়েছেন, ‘তাসকিনের বিষয়টা এমন না যেটা আপনারা ধারণা করছেন, সে শ্রীলঙ্কা সিরিজের টেস্ট খেলতে না চাইলে আমরা আলোচনা করবো। তবে আমরা ওকে নিয়ে এমনিও ঝুঁকি নিতে চাই না, কারণ সামনে বিশ্বকাপ আছে। শ্রীলঙ্কায় টেস্ট খেলতে না চাইলে আমরা ওকে জোর করবো না। ’

গত বিশ্বকাপ থেকেই কাঁধের চোটে ভুগছেন তাসকিন। এ সমস্যার কারণে বিশ্বকাপেও নিজের সেরাটা দিতে পারেননি। পরে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় খেলেননি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি। এখন তিনি খেলছেন বিপিএলে।  

৪ মার্চ টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। টি-টোয়েন্টি শেষে ১৩ মার্চ থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। চট্টগ্রাম ২২ মার্চ প্রথম ও সিলেটে ৩০ মার্চ থেকে হবে দ্বিতীয় টেস্ট। এই দুই ম্যাচে তাসকিনকে দেখা যাওয়ার সম্ভাবনা কম।  

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।