ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

দুঃসময়ে পাশে থাকায় রংপুর রাইডার্সকে ধন্যবাদ জানালেন সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৪
দুঃসময়ে পাশে থাকায় রংপুর রাইডার্সকে ধন্যবাদ জানালেন সাকিব

সাকিব আল হাসান খুবই নির্লিপ্ত। কখনো উত্তর দিচ্ছেন এক বাক্যে, কখনো লম্বাও।

কঠিন এক সময়ই পাড়ি দিতে হচ্ছে তাকে। গত বিশ্বকাপ থেকে শুরু হওয়া চোখের সমস্যা এখনও ভোগাচ্ছে তাকে। ব্যাটিং করতে গেলে সমস্যা হচ্ছে, শোনা যাচ্ছে এমন কথাও।  

এর মধ্যেই সাকিব শনিবার সিলেট স্ট্রাইকার্সকে হারানোর পর রংপুর রাইডার্সের প্রতিনিধি হয়ে চলে আসেন সংবাদ সম্মেলনে। গত দুই ম্যাচে ব্যাটিংয়ে আসেননি। শনিবার এসেও আউট হয়ে গেছেন প্রথম বলেই। সাকিব খেলছেন এখন বোলার হিসেবে।  

এখানে অবশ্য দুর্দান্তই করছেন তিনি। সিলেটের বিপক্ষেও প্রথম দুই ওভারে স্রেফ ১ রান দিয়ে উইকেট নেন। পরে স্পেল শেষ করেন ৪ ওভারে ১৮ রানে দুই উইকেট নিয়ে। নিজের কঠিন সময়ে পাশে থাকায় বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সকে ধন্যবাদ জানিয়েছেন সাকিব।

সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, ‘জিনিসটা হচ্ছে জীবনে কখনো এমন করিনি যে যেকোনো একটা দিক দিয়ে খেলতে হয়েছে। এরকম কখনো হয়নি, প্রথমবার। অবশ্যই রংপুর রাইডার্সের জন্য আমার ফিল হচ্ছে। তারা যে প্রত্যাশা নিয়ে আমাকে দলে নিয়েছিল তার অর্ধেক আমি করতে পারছি, অর্ধেক পারছি না। ’

‘তারপরও তারা আমাদের যেভাবে সমর্থন দিচ্ছে তাদেরকে ধন্যবাদ অবশ্যই দিতে হয়। এরকম একটা ফ্র্যাঞ্চাইজিতে খেলতে পেরে আমি খুবই গর্বিত আমি বলবো। কারণ তারা আমাকে যেভাবে টেককেয়ার করেছে এই সময়ে। আমার পরিস্থিতিটা যেভাবে বুঝেছে, যেভাবে তারা হ্যান্ডেল করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আমার আর কিছু বলার নেই। ’ 

বিপিএল শেষ হওয়ার আগে ব্যাট হাতে ছন্দে ফিরতে পারবেন কি না এমন প্রশ্নও করা হয় সাকিবকে। উত্তরে তিনি বলেন, ‘জানি না। আমার কোনো ধারণা নেই কখনো এটা ঠিক হবে। ’

বাংলাদেশ সময় : ২২৪৯ ঘণ্টা, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।