ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডকে চাপে রেখে চালকের আসনে ভারত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
ইংল্যান্ডকে চাপে রেখে চালকের আসনে ভারত

দিনের শুরুটা হয়েছিল জেমস অ্যান্ডারসনের বলে রোহিত শর্মা ও যশস্বী জসওয়ালের বিদায়ের মধ্য দিয়ে। তবে শুবমান গিলের অসাধারণ সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় ভারত।

গিল প্রথমে শ্রেয়াস আইয়ার এবং পরে অক্ষর প্যাটেলের সঙ্গে দারুণ দুটি জুটি গড়ে ভারতকে নিয়ে যান রানের পাহাড়ে।  

দিনের শেষ ভাগে স্বাগতিকরা অলআউট হলেও ততক্ষণে তারা পেয়ে যায় বিশাল লিড। ফলে চতুর্থ দিনে ইংল্যান্ডের সামনে অপক্ষা করছে রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ। হাতে আছে ৯ উইকেট। অন্যদিকে ভারত আছে সুবিধাজনক স্থানে। ১ উইকেট তুলে নেওয়ার পাশাপাশি লড়াই করার মতো যথেষ্ট পুঁজিও রয়েছে তাদের হাতে। সবমিলিয়ে টেস্টের লাগাম এখন পর্যন্ত ভারতের হাতেই।

বিশাখাপত্তনমে আজ দ্বিতীয় টেস্টে তৃতীয় দিনে ২৫৫ রান তুলতেই ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়। আর তাতে ইংলিশদের সামনে তারা লক্ষ্য ছুড়ে দেয় ৩৯৯ রানের। যা অতিক্রম করার লক্ষ্যে শেষ বেলায় নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে সফরকারীরা। দিনের শেষ ১৪ ওভারে তারা ১ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৬৭ রান। জিততে হলে আরও ৩৩২ রান করতে হবে তাদের। যা একপ্রকার অসম্ভব, বিশেষ করে ভারতের মাটিতে।  

তবে ইংল্যান্ড 'বাজবল' ক্রিকেটের ওপর ভরসা করে জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে। এর আগে তারা নিজেদের টেস্ট ইতিহাসে মাত্র ৪ বার চতুর্থ ইনিংসে ৩৯৯-এর বেশি করেছিল। সর্বশেষ ঘটনাটি ১৯৭৭ সালের, মেলবোর্ন টেস্টে। ভারতের মাটিতে সেই রেকর্ডের পুনরাবৃত্তি ঘটানো অবশ্য মোটেই সহজ হবে না তাদের জন্য। এরইমধ্যে তারা হারিয়েছে ওপেনার বেন ডাকেটের উইকেট। তবে ২৭ বলে ২৮ রানের ইনিংস খেলে উদ্দেশ্যটা স্পষ্ট করে দিয়েছেন তিনি। একাদশতম ওভারে তাকে বিদায় করেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। আরেক ওপেনার জ্যাক ক্রলি ২৯ রান করে অপরাজিত আছেন। আগামীকাল নাইটওয়াচম্যান রেহান আহমেদ ব্যাট করবেন ৯ রান নিয়ে।

এর আগে ভারতের দ্বিতীয় ইনিংসটি ছিল গিলময়। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরিটি সঠিক সময়েই এসেছে তার। ১২২ রানে ৪ উইকেট হারানো দলকে ২০০ পার করানোর পর ইংলিশ স্পিনার শোয়েব বশিরের বলে বিদায় নেন তিনি। ১৪৭ বল স্থায়ী তার ইনিংস ১০৪ রানের। ১১টি চারের বিপরীতে হাঁকিয়েছেন ২টি ছক্কা। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেছেন অক্ষর। আর শেষদিকে অশ্বিনের ব্যাট থেকে আসে ২৯ রানের ইনিংস। আইয়ার করেছেন ২৯ রান।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৩৯৬ ও ২৫৫ (গিল ১০৪; টম হার্টলি ৭৭/৪, রেহান ৮৮/৩)
ইংল্যান্ড: ২৫৩ ও ৬৭/১ (ক্রলি ২৯*, ডাকেট ২৮; অশ্বিন ৮/১)

জিততে হলে আরও ৩৩২ রান করতে হবে ইংল্যান্ডকে।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।