ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলের মান আরও বাড়াতে হবে: বাবর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৪
বিপিএলের মান আরও বাড়াতে হবে: বাবর

বিপিএলের উইকেট নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। বাকি সব লিগ থেকে এই লিগের মান যে খারাপ তা লম্বা সময় ধরে শোনা যাচ্ছে।

এই মান নিয়ে এবার প্রশ্ন তুললেন রংপুর রাইডার্সের ব্যাটার বাবর আজমও।  

বিপিএলের মান বাড়ানোর কথা জানিয়ে বাবর বলেন, ‘উইকেট দিনে এক রকম আবার রাতে অন্যরকম আচরণ করে। ধারাবাহিকভাবে বাউন্স পাওয়া যায় না আবার সবসময় স্পিনও হয় না, মাঝে মাঝে স্লো এবং নিচু হয়। আমার মনে হয় উইকেটের দিক থেকে বিপিএলের মান আরও বাড়াতে হবে। ’

আজ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাবর বলেছেন সাকিবের কথাও। নিজের থেকে বয়সে বড় সাকিব বাকিদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করে কিভাবে প্রেষণা দেন তারই ব্যাখ্যা দেন পাকিস্তানি এই অধিনায়ক। সাকিবরে সবসময় হাস্যোজ্জ্বল থাকার কথাও বলেছেন তিনি।  

বাবর বলেন, ‘আমি নই, সাকিব ভাই ই বড় (বয়সে)। আমার কাছে মনে হয় রংপুর রাইডার্স এবং তরুণদের জন্য সম্মানের যে সাকিব তাদের দলে আছে। তার আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা ছেলেদের সঙ্গে শেয়ার করে, ম্যাচের সময়ও সে এটা করে; এটা খুবই ভালো জিনিস। ড্রেসিংরুমে সে সবসময় পজিটিভ এবং হাস্যোজ্জ্বল থাকে। ’

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।