ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

হাজারতম ম্যাচে অস্ট্রেলিয়ার রেকর্ড জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৪
হাজারতম ম্যাচে অস্ট্রেলিয়ার রেকর্ড জয়

প্রথম দুই ম্যাচের মতো শেষ ম্যাচেও লড়াই করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮৬ রানেই গুটিয়ে যায় সফরকারী।

সেই রান ২৫৯ বল ও ৮ উইকেট হাতে রেখেই পাড়ি দেয় অস্ট্রেলিয়া। বলের হিসেবে এটাই ওয়ানডে ইতিহাসে তাদের সবচেয়ে বড় জয়। এদিন অবশ্য আরেক কীর্তি গড়েছে তারা। ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ানডেতে স্পর্শ করল এক হাজার ম্যাচ খেলার মাইলফলক।

ক্যানবেরায় টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ১১ জনের ভেতর কেবল তিনজনই রানের সংখ্যা দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে পেরেছেন। সর্বোচ্চ ৩২ রান আসে ওপেনার অ্যালিক অ্যাথানেজের ব্যাট থেকে। এছাড়া কিসি কার্টি ১০ ও রোস্টন চেজ করেন ১২ রান। ক্যারিবিয়ানদের ব্যাটিং ধসের নেপথ্যে ছিলেন জ্যাভিয়ের বার্টলেট। ডানহাতি এই পেসার ৭.১ ওভারে মাত্র ২১ রান দিয়ে শিকার করেন চার উইকেট। দুটি করে নেন অ্যাডাম জ্যাম্পা ও ল্যান্স মরিস।

৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই তাণ্ডব চালান দুই অজি ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ও জশ ইংলিস। ওপেনিং জুটিতে ২৭ বলে ৬৭ রান যোগ করেন তারা। ম্যাকগার্ক ১৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪১ রানে ফিরলেও অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন ইংলিস। ১৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন তিনি। ম্যাচ শেষ হয় মাত্র ৬.৫ ওভারে। ওয়ানডে ইতিহাসে ষষ্ঠ সংক্ষিপ্ত ম্যাচ এটি। যেখানে খেলা হয়েছে মাত্র ১৮৬ বলের। অন্যদিকে এর আগে অবলের ইতিহাসে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় জয় যুক্তরাষ্ট্রের বিপক্ষে। প্রায় ২০ বছর আগের সেই ম্যাচে ২৫৩ বল হাতে রেখে জয় পায় তারা।  

 

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ৮৬/ ১০, ২৪.১ ওভার (অ্যাথানেজ ৩২, কার্টি ১০, চেজ ১২;বার্টলেট ৪/২১, মরিস ২/১৩, জ্যাম্পা ২/১৪)

অস্ট্রেলিয়া: ৮৭/২, ৬.৫ ওভার (ম্যাকগার্ক ৪১, ইংলিস ৩৫*, হার্ডি ২, স্মিথ ৬*; জোসেফ ১/৩০, ফোর্ড ০/৪০, থমাস ১/৭)

ফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী।

ম্যাচ ও সিরিজ সেরা: জ্যাভিয়ের বার্টলেট।  

 

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৪

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।