ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ডাকেটের ঝোড়ো সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
ডাকেটের ঝোড়ো সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড সংগৃহীত ছবি

ভারতের বিশাল সংগ্রহের পর ইংল্যান্ডকে পথ দেখাচ্ছেন বেন ডাকেট। দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ইংলিশ ব্যাটার।

আর তাতে ভর করে স্বস্তির দিন পার করল সফরকারীরা।

সিরিজের তৃতীয় ম্যাচের দ্বিতীয় দিনে আজ রাজকোটে ভারত অলআউট হয়েছে ৪৪৫ রানে। জবাবে ২ উইকেট হারিয়ে ২০৭ রান তুলেছে ইংল্যান্ড। এখনও ২৩৮ রানে পিছিয়ে আছে তারা।

ইংল্যান্ডের জবাব দেওয়ার শুরুটাই হয় ডাকেটের হাত ধরে। দিনের শেষ সেশনে ভারতীয় বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন তিনি। মাত্র ৮৮ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি, যা টেস্ট ক্রিকেটে কোনো ইংলিশ ব্যাটারের দ্বিতীয় দ্রুততম।

প্রথম উইকেটে জ্যাক ক্রলির সঙ্গে ৮০ বলে ৮৪ রানের জুটি গড়েন ডাকেট। এরপর ওলি পোপের সঙ্গে তার জুটিতে আসে ১০২ বলে ৯৩ রান। দিনশেষে ১১৮ বলে ১৩৩ রান নিয়ে অপরাজিত থাকেন ডাকেট। তার ব্যাট থেকে আসে ২১টি চার ও ২টি ছক্কা। তার ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ৩৫ বলেই ২০০ ছাড়ানো সংগ্রহ পেয়ে যায় ইংল্যান্ড।

ইংল্যান্ড দিনের প্রথম ৫ ওভারেই ভারতের নাইটওয়াচম্যান কুলদিপ যাদব এবং রবীন্দ্র জাদেজাকে বিদায় করে। আগের দিন ব্যাট হাতে ঝড় তোলার জাদেজা আজ ফিরেছেন ১১২ রানে। কিন্তু শেষদিকে ৭৯ রানের জুটি গড়ে ইংলিশ বোলারদের হতাশ করেন ভারতের ধ্রুব জুরেল ও রবিচন্দ্রন অশ্বিন।

অশ্বিনের জন্য আজকের অভিজ্ঞতা ছিল মিশ্র। ব্যাটে রান পেলেও তিনি পিচের ওপর দৌড়ানোয় শাস্তি হিসেবে ৫ রান কাঁটা যায় ভারতের। তবে বল হাতে নিয়ে ক্যারিয়ারের ৫০০তম টেস্ট উইকেটের দেখা পান এই তারকা স্পিনার। টেস্ট ইতিহাসে নবম এবং দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।

অশ্বিন ও জুরেলকে ফেরানোর পরও অবশ্য শান্তি পায়নি ইংল্যান্ড। শেষ উইকেট জুটিতে ৩০ রান যোগ করে জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। তবে পরে ব্যাট হাতে সব আলো কেড়ে নেন ডাকেট। যাকে ঘিরে লিড পাওয়ার স্বপ্ন দেখছে ইংলিশরা।

সংক্ষিপ্ত স্কোর: 
ভারত (প্রথম ইনিংস): ১৩০.৫ ওভারে ৪৪৫/১০ (রোহিত ১৩১, জাদেজা ১১২, সরফরাজ ৬২; মার্ক উড ১১৪/৪, রেহান আহমেদ ৮৫/২)

ইংল্যান্ড (প্রথম ইনিংস): ৩৫ ওভারে ২০৭/২ (ডাকেট ১৩৩, পোপ ৩৯; অশ্বিন ৩৭/১, সিরাজ ৫৪/১)

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।