ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

টিকে থাকার লড়াইয়ে টস হেরে ফিল্ডিংয়ে সিলেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
টিকে থাকার লড়াইয়ে টস হেরে ফিল্ডিংয়ে সিলেট

হারলেই বিপিএল থেকে বিদায়, এই সমীকরণ নিয়ে আজ ফরচুন বরিশালের মুখোমুখি সিলেট স্ট্রাইকার্স। অপরদিকে টেবিলের তিনে থাকা বরিশাল ভালো অবস্থানে থাকলেও সিলেটের বিপক্ষে জয় গুরুত্বপূর্ণ তাদের জন্য।

 

বিপিএলের ৩৫তম ম্যাচে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।  

ফরচুন বরিশাল একাদশ: আহমেদ শেহজাদ, তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, কেশভ মহারাজ, কাইল মেয়ার্স, মোহাম্মদ সাইফউদ্দিন, ওবেড ম্যাককয় ও খালেদ আহমেদ।  

সিলেট স্ট্রাইকার্স একাদশ: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), নাজমুল হোসাইন শান্ত, জাকির হাসান, আরিফুল হক, হ্যারি টেক্টর, অ্যাঞ্জেলো পেরেরা, রায়ান বার্ল, বেনি হাওয়েল, তানজিম হাসান সাকিব, সানজামুল ইসলাম ও শফিকুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।