ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

জয়সওয়ালের সেঞ্চুরিতে বিশাল লিডের পথে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
জয়সওয়ালের সেঞ্চুরিতে বিশাল লিডের পথে ভারত

মায়ের অসুস্থতার কারণে দ্বিতীয় দিন শেষেই রাজকোট টেস্ট থেকে সরে দাঁড়ান রবিচন্দ্রন অশ্বিন। তবে তৃতীয় দিনে তার অভাব একটুও টের পায়নি ভারত।

২ উইকেটে ২০৭ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড গুটিয়ে যায় ৩১৯ রানেই। এরপর যশস্বী জয়সওয়ালের দাপুটে সেঞ্চুরিতে ৩২২ রানের লিড নিয়ে দিন শেষ করে স্বাগতিকরা।

আগের দিন দারুণ কিছুর ইঙ্গিত দিয়ে আজকের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। কিন্তু দিনের পঞ্চম ওভারেই জাসপ্রিত বুমরাহকে রিভার্স স্কুপ করতে গিয়ে বিপদ ডেকে আনেন জো রুট (১৮)। এখানেই ধসের শুরু। এরপর ৯৫ রানেই বাকি ৭ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। ১৫১ বলে ২৩ চার ও ২ ছক্কায় ১৫৩ রান করে আউট হন ওপেনার বেন ডাকেট। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান আসে অধিনায়ক বেন স্টোকসের ব্যাট থেকে।

ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ সর্বোচ্চ চারটি, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা শিকার করেন দুটি করে উইকেট। ১২৬ রানের লিড পেয়ে চালকের আসনে চলে যায় স্বাগতিকরা। দেড় সেশনেরও বেশি সময় পায় ব্যাটিংয়ের। এই ফাঁকেই ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন জয়সওয়াল।

যদিও দলীয় ৩০ রানে ফিরে যান অধিনায়ক রোহিত শর্মা (১৯)। তবে শুভমান গিলকে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন জয়সওয়াল। মার্ক উডকে চার মেরে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। কিন্তু পিঠের চোটের কারণে ১০৪ রানেই মাঠ থেকে উঠে যেতে হয় বাঁহাতি এই ওপেনারকে। থামে ১৫৫ রানের জুটি।

জয়সওয়ালে পরিবর্তে আসা রজত পাটিদারকে কোনো রান না করেই টম হার্টলির শিকার হয়ে ফিরতে হয়। তবে কুলদীপকে নিয়ে বাকি সময়টা পার করেন গিল। তাতে ২ উইকেটে ১৯৬ রান নিয়ে দিন শেষ করে ভারত। গিল ৬৫ ও কুলদীপ ৩ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।