ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

শেষ উইকেটে শতরানের জুটি গ্রিন-হ্যাজেলউডের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, মার্চ ১, ২০২৪
শেষ উইকেটে শতরানের জুটি গ্রিন-হ্যাজেলউডের

ওয়েলিংটন টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে একাই লড়াই করছিলেন ক্যামেরন গ্রিন। বাকিরা সবাই আসা-যাওয়ার মধ্যেই ছিল।

শেষ জুটিতে এসে থিতু হন জস হ্যাজেলউড। খাদের কিনারা থেকে ১১৬ রানের জুটিতে দলের সংগ্রহ নিয়ে গেলেন চারশ’র কাছাকাছি। এই জুটিতে তারা গড়েছেন রেকর্ডও।  

নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাজেলউড যখন ব্যাট করতে নামে তখন গ্রিনের রান ৯১। প্রথম দিনেই তিনি অবশ্য সেঞ্চুরি পূর্ণ করে ফেলেন। দ্বিতীয় দিন এসেও ব্যাট চালাতে থাকেন গ্রিন। সঙ্গ দেন হ্যাজেলউড। শেষ পর্যন্ত ৬২ বলে ২২ রান করে আউট হন তিনি। আর গ্রিন অপরাজিত থাকেন ১৭৪ রানে। ৯ উইকেটে ২৬৭ থেকে অস্ট্রেলিয়া থামে ৩৮৩ রানে গিয়ে।

তাদের ১১৬ রানের এই জুটি ইংল্যান্ড ছাড়া বাকি যেকোনো দলের বিপক্ষে সর্বোচ্চ শেষ জুটি। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ জুটিতে অস্ট্রেলিয়ার আগের সেরা ছিল জেসন গিলেস্পি ও গ্লেন ম্যাকগ্রার ১১৪। আর কিউইদের মাঠে দশম উইকেটে অস্ট্রেলিয়ার আগের সর্বোচ্চ জুটি ছিল স্রেফ ৪৮ রানের। ১৯৭৭ সালে ক্রাইস্টচার্চে তা গড়েছিলেন ডগ ওয়াল্টার্স ও ম্যাক্স ওয়াকার।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, মার্চ ১, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।