ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

১৭৪ রানের ইনিংসে র‌্যাংকিংয়ে ২২ ধাপ উন্নতি গ্রিনের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
১৭৪ রানের ইনিংসে র‌্যাংকিংয়ে ২২ ধাপ উন্নতি গ্রিনের

ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি সবাই যখন ব্যর্থ, তখন একাই লড়েছেন ক্যামেরন গ্রিন। খেলেছেন দারুণ এক ইনিংস।

দেড়শ ছাড়ানো এই ইনিংসের পুরস্কারও পেয়েছেন। র‌্যাংকিংয়ে সেরা ২৫ ব্যাটারের মধ্যে জায়গা করে নিয়েছেন তিনি।

আইসিসির সাপ্তাহিক হালনাগাদে টেস্ট ব্যাটারদের তালিকায় ২২ ধাপ এগিয়েছেন গ্রিন। ২৩তম অবস্থানে রয়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে চারে নেমে ১৭৪ রানের ইনিংস অপরাজিত ইনিংস খেলার পাশাপাশি শেষ জুটিতে হ্যাজেলউডকে নিয়ে ১১৬ রানের জুটিতে রেকর্ডও গড়েন অজি ব্যাটার। ম্যাচটিতে ১৭২ রানের জয় পায় অস্ট্রেলিয়া।

এই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ থাকা স্টিভেন স্মিথ পিছিয়েছেন এক ধাপ। তার অবনতিতে এক ধাপ এগিয়ে দুইয়ে রয়েছেন জো রুট। তবে ভালো ফর্ম না করেও রেটিং পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষেই রয়েছেন কেন উইলিয়ামসন।

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেওয়া নাথান লায়ন দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন। এক ধাপ এগিয়ে হ্যাজেলউড চারে। পাঁচে আছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। দুই নম্বরে তার সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন, তিনে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।