ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জীবন পেয়েও ইনিংস লম্বা করতে পারেননি সৌম্য, বিদায় লিটনেরও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
জীবন পেয়েও ইনিংস লম্বা করতে পারেননি সৌম্য, বিদায় লিটনেরও

রান তাড়ায় খেলতে নেমে শুরুটা দারুণ করেন লিটন দাস ও সৌম্য সরকার। মাঝে একবার জীবন পান সৌম্য, তবুও লম্বা করতে পারেননি ইনিংস।

তার বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি লিটন দাসও। দুইজনকেই ফেরান মাথিশা পাথিরানা।  

ভালো শুরুর পর বিনুরা ফার্নান্দোর শর্ট অব লেংথ ডেলিভারি পুল করার চেষ্টায় ব্যর্থ হন সৌম্য সরকার। বল উইকেটরক্ষকের গ্লাভসে বন্দি হলে লঙ্কানদের আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। এরপর রিভিউ নেন সৌম্য। রিপ্লেতে দেখা যায়, বল যখন ব্যাটের পাশ দিয়ে যাচ্ছে তখন স্পাইক আছে আল্ট্রাএজে। কিন্তু থার্ড আম্পায়ার মুকুল বলেন, স্পাইক আসার সময় ব্যাট ও বলের মধ্যে স্পষ্ট দূরত্ব রয়েছে। তাই মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দেন তিনি।

থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত তখন মানতে পারছিল না শ্রীলঙ্কা। পরবর্তীতে পরিস্থিতি ঠিক হলে খেলা শুরু হয়। কিন্তু জীবন পেয়েই ইনিংস লম্বা করতে পারেননি সৌম্য। পাথিরানার প্রথম ওভারে ম্যাথিউসের হাতে ক্যাচ তুলে বিদায় নেন ২২ বলে ২৬ রান করে। নিজের দ্বিতীয় ওভারে এসে পাথিরানা তুলে নেন লিটনের উইকেটও। আসালাঙ্কার হাতে ক্যাচ দিয়ে ২৪ বলে ৩৬ রান করে সাজঘরে ফেরেন লিটন।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৬ রান।  

এর আগে এর আগে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৬৫ রান।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।