ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিরিজ জয়ের লক্ষ্যে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
সিরিজ জয়ের লক্ষ্যে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম ম্যাচে এসেছে দাপুটে জয়। যার ফলে দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ জয়ের হাতছানি।

যদিও এবার টসভাগ্য পক্ষে আসেনি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা। একাদশে একটি পরিবর্তন এনেছে তারা। মাহিশ থিকশানার জায়গায় খেলছেন দুনিথ ভেল্লালাগে।  

বাংলাদেশের একাদশে অবশ্য কোনো পরিবর্তন নেই। একই একাদশ নিয়েই মাঠে নেমেছে টাইগাররা। প্রথম ম্যাচ ৬ উইকেটে জিতে বেশ ফুরফুরে মেজাজেই আছে স্বাগতিক দল।

বাংলাদেশ (একাদশ): লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিদ হাসান।

শ্রীলঙ্কা (একাদশ): পাথুম নিশাঙ্কা, আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক/উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মদুশান, দিলশান মাদুশঙ্কা, লাহিরু কুমারা।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।