ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

মুশফিকের বদলে টেস্ট স্কোয়াডে হৃদয়

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
মুশফিকের বদলে টেস্ট স্কোয়াডে হৃদয়

ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। তার বদলে স্কোয়াডে ঢুকানো হয়েছে তাওহীদ হৃদয়কে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ইতোমধ্যে সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তাওহীদ হৃদয়। বাংলাদেশের হয়ে ৩০টি ওয়ানডের সঙ্গে ১৪টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। তবে এবারই প্রথম টেস্ট অভিষেকের সুযোগ সামনে এলো হৃদয়ের।  

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪ ম্যাচের ২০টি ইনিংসে ব্যাট করেছেন হৃদয়। ৪৮.০৫ গড়ে ৯১৩ রান হৃদয়ের। ৩টি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি রয়েছে তার। আছে একটি ডাবল সেঞ্চুরিও।

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পেসার তাসকিন আহমেদের বল ধরতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান মুশফিক। পরে ম্যাজিক স্প্রে মেরে ও হাতে টেপ পেঁচিয়ে কিপিং করেন, পরে ব্যাট হাতে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

 কিন্তু পরে জানা যায় আঙুলের চোটে তার শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে খেলা হচ্ছে না।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।