ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

‘টেস্টে অনেক রান এনে দেবে’, লিটনকে নিয়ে কোচের আশা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
‘টেস্টে অনেক রান এনে দেবে’, লিটনকে নিয়ে কোচের আশা

সিলেট থেকে: টানা দুই ম্যাচে ডাক মেরে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে যান লিটন দাস। সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না তার।

তবে টেস্টে লিটন দলের ভরসা অনেক দিন ধরে।  

৬৮ ইনিংসের ক্যারিয়ারে ১৬ হাফ সেঞ্চুরির সঙ্গে আছে তিনটি সেঞ্চুরি। ৩৬.২৭ গড়ে করেছেন ২৩৯৪ রান। আফগানিস্তানের বিপক্ষে খেলা সবশেষ টেস্টেও অপরাজিত ছিলেন ৬৬ রানে। ওয়ানডে থেকে বাদ পড়লেও টেস্টে ভালো করবেন লিটন, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার আগে এমন আশা করেছেন জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

সিলেটে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি আশা করছি, লাল বলে সে অনেক রান এনে দেবে। ভালো প্রস্তুতি নিয়েছে। এটা ভিন্ন বলের খেলা। সে তাই নিজেকে মানিয়ে নেওয়ার সময় পাচ্ছে। তার মেধা সম্পর্কে আমাদের কারও সন্দেহ নেই। সাদা বলের ক্রিকেটে একটু খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছে। লাল বলের ক্রিকেট সম্পূর্ণ ভিন্ন। ’

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের কোনোটিতেই থাকছেন না মুশফিকের রহিম। ওয়ানডে সিরিজের সময় পাওয়া চোট ছিটকে দিয়েছে তাকে। তার অভাব তরুণদের দিয়ে পুষিয়ে নেওয়ার চেষ্টার কথা বলছেন হাথুরু।

তিনি বলেন, ‘মুশফিকের অভিজ্ঞতা আমরা মিস করব। সে দারুণ ফর্মে ছিল। তার মতো খেলোয়াড়ের বিকল্প পাওয়া কঠিন। তবে আমরা আমাদের তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে চাই। হৃদয় দলে এসেছে, দলে দিপু ও সাদমানও আছে। তারা অনেকদিন ধরেই আমাদের সাথে আছে। নতুনদের দেখে নেওয়ার জন্য দারুণ একটা সময়। সুযোগ পেলে দুহাতে কাজে লাগানো প্রয়োজন। ’

‘দলে নতুন অনেক খেলোয়াড় আছে, তারা দলে অনেক এনার্জি নিয়ে আসছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা ঘরের মাঠে একটা সিরিজ খেলেছি। দেশে যদি বেশিরভাগ ম্যাচই জিততে পারি তাহলে শেষদিকের লড়াইয়ে টিকে থাকার সুযোগ পাব। সামনের কিছু ম্যাচ অনেক চ্যালেঞ্জিং, বড় দলের বিপক্ষে। শ্রীলঙ্কাও অনেক ভালো দল, অভিজ্ঞ দল। এই সিরিজও বড় চ্যালেঞ্জ, তবে আমরা এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। ’

বাংলাদেশ সময় : ১৫০৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।