ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

দ্য হানড্রেডে দল পেলেন না বাংলাদেশের কেউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
দ্য হানড্রেডে দল পেলেন না বাংলাদেশের কেউ

১০০ বলের টুর্নামেন্ট দ্য হানড্রেডের (পুরুষ) ড্রাফটে নাম লিখিয়েছিলেন সাকিব-তামিমসহ বাংলাদেশের ১৫ ক্রিকেটার। কিন্তু গতকাল অনুষ্ঠিত ড্রাফটে দল পাননি কেউ।

শুধু সাকিব আল হাসানই নন ডেভিড ওয়ার্নার, বাবর আজম, সুনীল নারাইন, মোহাম্মদ রিজওয়ানের মতো তারকা ক্রিকেটাররদের কপালেও দল জোটেনি।

ড্রাফটে দল পেয়েছেন কেবল ২৬ বিদেশি ক্রিকেটার। প্রথম ডাকেই নিকোলাস পুরানকে দলে ভেড়ান নর্দার্ন সুপারচার্জার্সের কোচ অ্যান্ড্রু ফ্লিনটফ। এছাড়া দল পেয়েছেন শাহিন আফ্রিদি, নাসিম শাহ, কাইরন পোলার্ড ও রভম্যান পাওয়েলরা।  

ড্রাফটে তৃতীয় সর্বোচ্চ মূল্যের (৭৫ হাজার পাউন্ড) তালিকায় ছিলেন সাকিব। তামিম ইকবাল ও লিটন দাস ছিলেন ন্যূনতম ৬০ হাজার পাউন্ডের তালিকায়। ৫০ হাজার পাউন্ডে ছিলেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

এছাড়া নাসুম আহমেদ, জাকের আলী, তানজিদ হাসান, আফিফ হোসেন, শামীম হোসেন, তাওহীদ হৃদয়, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও রনি তালুকদার- নাম দিলেও নিজেদের কোনো সর্বনিম্ন মূল্য উল্লেখ করেননি। ড্রাফটে তাদের প্রতি নজর দেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজিই।

এছাড়া মেয়েদের ড্রাফটে নাম ছিল জাহানারা আলমের। তিনিও দল পাননি। আগামী জুলাই শুরু হবে দ্য হানড্রেডের তৃতীয় আসর।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।