ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

‘জেতার পর দেখা যাবে’, টাইমড আউট উদযাপন নিয়ে ধনঞ্জয়া 

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
‘জেতার পর দেখা যাবে’, টাইমড আউট উদযাপন নিয়ে ধনঞ্জয়া 

সিলেট থেকে: শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ মানেই এখন প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ। ক্রিকেট মাঠে, মাঠের বাইরে নানা ঘটনা দুই দলের লড়াই এখন আগ্রহের কেন্দ্রে থাকে।

উদযাপনেও দেখা যায় ভিন্নতা। গত বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করে বাংলাদেশ। এরপর থেকে বিষয়টি ঘুরেফিরে আসছে আলোচনায়।

তিন ফরম্যাটের সিরিজ খেলতে এখন বাংলাদেশে আছে শ্রীলঙ্কা। ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতার পর হাতঘড়ি দেখিয়ে টাইমড আউট উদযাপন করেছিল লঙ্কানরা। পরে ওয়ানডে সিরিজ জিতে মুশফিকুর রহিমও ওই আউটকে মনে করিয়ে দিয়ে উদযাপন করেন।  

শুক্রবার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এটি জিততে পারলেও কি দেখা যাবে টাইমড আউট উদযাপন। প্রশ্নের উত্তরে শ্রীলঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা বলেছেন, ‘জেতার পর দেখা যাবে। ’

টেস্টে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। কিছুদিন আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জেতে টাইগাররা। এখন শ্রীলঙ্কাকে তাই নিশ্চিতভাবেই প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে। এ নিয়ে অবশ্য চিন্তিত

‘জেতার পর দেখা যাবে’, টাইমড আউট উদযাপন নিয়ে ধনঞ্জয়া 
 
শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ মানেই এখন প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ। ক্রিকেট মাঠে, মাঠের বাইরে নানা ঘটনা দুই দলের লড়াই এখন আগ্রহের কেন্দ্রে থাকে। উদযাপনেও দেখা যায় ভিন্নতা। গত বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করে বাংলাদেশ। এরপর থেকে বিষয়টি ঘুরেফিরে আসছে আলোচনায়।

তিন ফরম্যাটের সিরিজ খেলতে এখন বাংলাদেশে আছে শ্রীলঙ্কা। ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতার পর হাতঘড়ি দেখিয়ে টাইমড আউট উদযাপন করেছিল লঙ্কানরা। পরে ওয়ানডে সিরিজ জিতে মুশফিকুর রহিমও ওই আউটকে মনে করিয়ে দিয়ে উদযাপন করেন।  

শুক্রবার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এটি জিততে পারলেও কি দেখা যাবে টাইমড আউট উদযাপন। প্রশ্নের উত্তরে শ্রীলঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা বলেছেন, ‘জেতার পর দেখা যাবে। ’

টেস্টে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। কিছুদিন আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জেতে টাইগাররা। এখন শ্রীলঙ্কাকে তাই নিশ্চিতভাবেই প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে। এ নিয়ে অবশ্য চিন্তিত নন ধনঞ্জয়া ডি সিলভা।  

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে টেস্ট সিরিজ জেতা। আর আমরা এই ব্যাপারে আশাবাদী। এটা কন্ডিশনের ব্যাপার না, আপনি কীভাবে খেলছেন সেটাই আসল। আমরাও ভালো ছন্দে রয়েছি। দেখে মনে হচ্ছে সবুজ উইকেট হবে; কাল আবার দেখতে হবে। কিন্তু এখন অবধি মনে হচ্ছে সবুজ উইকেট। ’

বাংলাদেশ সময় : ১৬২২ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।