ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ের একাদশে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ের একাদশে মোস্তাফিজ

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাঠে গড়াবার অপেক্ষা। আসরের প্রথম ম্যাচেই মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

চেন্নাইয়ের হয়ে একাদশে জায়গা নিশ্চিত করেছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান।  

আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি। যেখানে রাচিন রাবিন্দ্রা, ড্যারিল মিচেল, মাহেশ থিকশানার পাশাপাশি চেন্নাইয়ের একাদশে জায়গা পেয়েছে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান।  

মোস্তাফিজের আইপিএলে খেলা নতুন কিছু নয়। সর্বশেষ আট আসরের ছয়টিতেই খেলেছেন তিনি। তবে এবারের আইপিএল তার জন্য একটু আলাদা। কারণ এবার ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন তিনি। আইপিএলের ইতিহাসেই সবচেয়ে সফল এই ফ্র্যাঞ্চাইজিটি এবার আইপিএলের নিলাম থেকে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।