ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

মারা গেছেন পিসিবির সাবেক চেয়ারম্যান শাহরিয়ার খান 

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
মারা গেছেন পিসিবির সাবেক চেয়ারম্যান শাহরিয়ার খান 

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর সাবেক চেয়ারম্যান শাহরিয়ার খান মারা গেছেন। আজ লাহোরে নিজ বাসায় ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শাহরিয়ার পিসিবির দুইবারের চেয়ারম্যান। প্রথম মেয়াদে ২০০৩ সালের ডিসেম্বর থেকে ২০০৬ সালের অক্টোবর পর্যন্ত দায়িত্বে ছিলেন তিনি। দ্বিতীয় মেয়াদে তিনি দায়িত্ব নেন ২০১৪ সালের আগস্টে। ২০১৭ সালের আগস্টে দায়িত্ব ছেড়ে দেন তিনি।

সর্বশেষ দশকে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন শাহরিয়ার। অভিজ্ঞ ক্রিকেট সংগঠকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে পিসিবি।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।