ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

দুই দিনের বিরতিতে আমাদের টেস্ট খেলতে হয়েছে: মিরাজ

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
দুই দিনের বিরতিতে আমাদের টেস্ট খেলতে হয়েছে: মিরাজ

সংবাদ সম্মেলন শেষ করে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন মেহেদী হাসান মিরাজ। কঠিন সব প্রশ্ন সামলে উঠতে হয়েছে তাকে।

এমন বাজে খেলার পর সেটি কঠিন ছিল তার জন্য, স্বাভাবিকও। তার জন্য যেন অনেকটা তৈরিই ছিলেন মিরাজ। কিন্তু বাংলাদেশের যে ব্যাটিং তার ব্যাখ্যা খুঁজে পেলেন না তিনি।  

৫১১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৭ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। এর মধ্যে নাজমুল হোসেন শান্ত, লিটন দাসদের শট নিয়ে উঠেছে অনেক প্রশ্নও। দিনশেষে এসব আউটের ব্যাখ্যা চাইলে দলের প্রতিনিধি হয়ে আসা মিরাজ জানিয়েছেন কেবল হতাশার কথা।

তিনি বলেন, ‘এটার ব্যাখ্যা যে খেলোয়াড় খেলে ব্যক্তিগতভাবে সে-ই আসলে বলতে পারবে তার পরিস্থিতি কী চলছে। ওই মুহুর্তে কী চিন্তা করছে। শেষের দিকে অবশ্যই এটা কঠিন। আমাদের চ্যালেঞ্জ নিতে হবে। যেহেতু আমরা পেশাদার খেলোয়াড়। ’

‘ব্যক্তিগতভাবে আমাদের যে আউটগুলো হয়েছে অবশ্যই হতাশাজনক। তারপরও আমরা চেষ্টা করব। মুমিনুল ভাই আছে, আমি আছি- আমরা যদি একটু রান করতে পারি আমাদের জন্য ভালো হবে। অবশ্য সবাই হতাশায় ছিল। এরকম আউট হলে সবারই তো খারাপ লাগে। ’

ব্যাটিংয়ের মতো বোলিংয়েও বাংলাদেশের ক্রিকেটারদের খাপছাড়া ভাব। ১৮ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলে বাংলাদেশ। এর তিন দিন পর নামে প্রথম টেস্টে। মাঝের এই অল্প বিরতিকে অন্যতম কারণ হিসেবে বলছেন মিরাজ।

তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট (ক্রিকেটাররা) কম গুরুত্ব দেয় এমন না। প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে টেস্ট খেলার জন্য। আর যেটা বললেন, আমরা প্রস্তুতি বেশি নিতে পারিনি। কারণ টি-টোয়েন্টি ছিল, ওয়ানডে ছিল। তারপর দুদিনের গ্যাপেই আমাদের টেস্ট খেলতে হয়েছে। হয়ত এটা একটা কারণ হতে পারে আমাদের জন্য। ’

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।