ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

যে কারণে হেলমেট পরে স্লিপে দাঁড়িয়েছিলেন জাকির-দীপু

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৪
যে কারণে হেলমেট পরে স্লিপে দাঁড়িয়েছিলেন জাকির-দীপু ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম টেস্টে একদমই সুবিধা করতে পারছে না বাংলাদেশ। বিশেষত ফিল্ডিংয়ে ক্যাচ ছাড়ছে একের পর এক, যার বেশির ভাগই স্লিপে।

এর মধ্যে বিরল দৃশ্যেরও দেখা মেলে। মাথায় হেলমেট পরে স্লিপে দাঁড়ান শাহাদাৎ হোসেন দীপু ও জাকির হাসান।  

সাধারণত এমন দৃশ্য দেখা যায় না। কেন চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে হেলমেট পরে স্লিপে দাঁড়িয়েছিলেন জাকির-দীপু? প্রশ্নটি করা হয়েছিল তৃতীয় দিনের শেষে সংবাদ সম্মেলনে। জাকির জানালেন, মূলত লো বাউন্সের কারণে বল হাতে নিতেই এমন ভাবনা ছিল তাদের।

তিনি বলেন, ‘হেলমেট পরার কারণ হচ্ছে উইকেটের বাউন্সটা ছিল খুব লো। যার কারণে বল ক্যারি করছিল না ঠিকভাবে। এর জন্য আমরা হেলমেট নিয়ে চেষ্টা করছিলাম যেন অন্তত আমরা ক্যাচটা হাতে নিতে পারি। সামনে পড়ার থেকে হাতে পড়ার একটা সুযোগ থাকে। তো এই জন্য আমরা (হেলমেট পরে) দাঁড়িয়েছিলাম। ’

‘ক্যাচ ড্রপের কথা বললে, অবশ্যই ক্যাচ ড্রপ হলে সবার খারাপ লাগে। এই ম্যাচেও  আমাদের অনেক ক্যাচ ড্রপ হয়েছে। তো আসলে এটা তো কোনো অজুহাত হতে পারে না যে, আমরা খারাপ লাগলে আর পরে ক্যাচ ধরব না। চেষ্টা করছি, ইনশাল্লাহ ওই জায়গায় উন্নতি করার। ’

শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ের সময় আরও একটি মজার দৃশ্য দেখা যায়। হাসান মাহমুদের বল স্লিপ পার করে। এরপর একটি বল ধরার জন্য তার পেছনে পাঁচজন ফিল্ডার দৌড় শুরু করেন। এমন চেষ্টার কারণ কী? 

উত্তরে জাকির বলেন, ‘যে সময় উইকেট পড়ে…তখন ওই এফোর্টগুলো এমনিতেই চলে আসে। আমরা সব সময় চেষ্টা করছি ওই এফোর্টটা ধরে রাখার। কিন্তু ওই পরিস্থিতিতে হয়েছিল যে এফোর্টের কারণে সবাই গিয়ে বলটা চেজ করতে চেয়েছিল। ’ 

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।