ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

সাদা বলে বিশ্বের সেরা ওপেনার বাটলার: সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৪
সাদা বলে বিশ্বের সেরা ওপেনার বাটলার: সাঙ্গাকারা

আইপিএলের শুরুটা দুর্দান্ত করে রাজস্থান রয়্যালস। কিন্তু ব্যক্তিগতভাবে সময়টা ভালো যাচ্ছিল না জস বাটলারের।

প্রথম তিন ম্যাচে একদমই নিষ্প্রভ ছিলেন তিনি। তবে হতাশার সময়টা বেশিদিন টেনে নিলেন না বিধ্বংসী এই ওপেনার। তার ঝোড়ো সেঞ্চুরিতে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নেয় রাজস্থান।

আইপিএলে এদিন নিজের শততম ম্যাচ খেলেছেন বাটলার। মাইলফলকের ম্যাচটি স্মরণীয় করে রাখলেন দারুণভাবে। বেঙ্গালুরুর দেওয়া ১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫৮ বলে ৯ চার ও ৪ ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকেন এই ডানহাতি। জয়ের পর বাটলারকে সাদা বলের সেরা ওপেনার হিসেবে অ্যাখ্যায়িত করেন রাজস্থানের ডিরেক্টর অফ ক্রিকেট কুমার সাঙ্গাকারা।

বাটলারকে নিয়ে লঙ্কান কিংবদন্তি বলেন, 'সবার সঙ্গেই কখনও না কখনও আলোচনার প্রয়োজন পড়ে। তবে আলোচনা মানেই সবসময় ক্রিকেট নিয়ে বা টেকনিক নিয়ে কিংবা এই ধরনের কিছু নিয়ে নয়। ফর্মের ব্যাপারটি অনেকটাই হলো আসলে মানসিক অবস্থা। ' 

'সাদা বলে বিশ্ব ক্রিকেটের সেরা ওপেনার জস এবং অনেক বছর ধরেই আছে। সে খুবই স্মার্ট, খুব ভালো করেই জানে কীভাবে কী করতে হয়। আর কখনও কখনও আশপাশের আলোচনা এড়িয়ে তাকে নিজের মতো থাকতে দিতে হয়। জসের ক্ষেত্রে সবকিছুরই ভালো সমন্বয় ছিল আমাদের। '

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।