ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অবসর প্রসঙ্গে এড শিরানকে যা বললেন রোহিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৪
অবসর প্রসঙ্গে এড শিরানকে যা বললেন রোহিত

ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হারের স্মৃতি এখনো পোড়ায় রোহিত শর্মাকে। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে এমন ধাক্কায় বেশ হতাশই হয়েছেন তিনি।

কিন্তু হাল ছাড়ছেন না ভারতীয় অধিনায়ক। বিশ্বকাপ জয়ের স্বপ্নকে তাড়া করেন এখনো।

কদিন পরই পা রাখবেন ৩৭-এ। তাই ক্যারিয়ারের এমন পর্যায়ে না চাইতেও মাথায় ঘুরপাক করে অবসর ভাবনা! রোহিত অবশ্য তেমন কিছু ভাবছেন না। প্রখ্যাত ব্রিটিশ গায়ক এড শিরানের প্রশ্নে এমন জবাবই দিয়েছেন তিনি। গৌরব কাপুরের উপস্থাপনায় ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস অনুষ্ঠানে একসঙ্গে মিলিত হন তারা। সেখানেই রোহিতকে শিরান জিজ্ঞেস করেন অবসরের পর কোচিংয়ে নাম লেখানোর ইচ্ছা আছে কি?

জবাবে রোহিত বলেন, 'আমি আসলে এনিয়ে এখনো ভাবিনি। তবে জানি না, জীবন আপনাকে কোথায় নিয়ে যায়। আমি এখনো এই সময়ে ভালো খেলছি, তাই ভাবছি আরও কয়েক বছর খেলে যাব এবং এরপর জানি না কী হবে। '

ভারত বিশ্বকাপ না জেতার আগপর্যন্ত? রোহিতের কথা শেষ না হতেই এমন প্রশ্ন করে বসেন শিরান। বিপরীতে রোহিত বলেন, 'হ্যাঁ, আমি সত্যিই বিশ্বকাপ জিততে চাই। ২০২৫ সালে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে। আশা করি, আমরা জিতব সেখানে। '

আসরজুড়ে অপরাজিত থেকেও বিশ্বকাপ ফাইনাল জিততে না পারার আক্ষেপ নিয়ে রোহিত বলেন, 'আমার কাছে, ৫০ ওভারের বিশ্বকাপই হল আসল বিশ্বকাপ। আমরা এটা দেখেই বড় হয়েছি। আর এবারের বিশ্বকাপটা ভারতে হচ্ছিল। আমাদের দেশের মানুষদের সামনে হচ্ছিল। ওই ফাইনালের আগপর্যন্ত আমরা খুব ভালো খেলছিলাম। সেমিফাইনালে জেতার পরে আমার মনে হয়েছিল যে আর একধাপ দূরেই বিশ্বকাপ। আমরা সব ঠিকঠাক করছি। ' 

'এমন কোন জিনিসটা আছে, যেটার কারণে আমরা বিশ্বকাপে হেরে যেতে পারি। সত্যি কথা বলতে একটা জিনিসও আমার মাথায় আসেনি। কারণ আমরা সবকিছু ঠিকঠাকভাবে করেছি, ভালো ক্রিকেট খেলছিলাম। আত্মবিশ্বাস ছিল। সবার জীবনেই বাজে দিন আসে। আমি মনে করি, ওটাই আমাদের বাজে দিন ছিল। ফাইনালে আমরা বাজে ক্রিকেট খেলেছি বলে মনে হয় না, কিছু বিষয় আমাদের পক্ষে যায়নি। তবে অস্ট্রেলিয়া আমাদের চেয়ে কিছুটা ভালো ছিল। '

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৪
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।