ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজকে নিয়ে আকাশ, ‘খেলতে দাও না আমার ভাইটাকে’

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৪
মোস্তাফিজকে নিয়ে আকাশ, ‘খেলতে দাও না আমার ভাইটাকে’

২০২৪ আইপিএলের গুরুত্বপূর্ণ সময়টাতে মোস্তাফিজুর রহমানকে পাবে না চেন্নাই সুপার কিংস। কারণ আগামী ১ মে পর্যন্ত তাকে অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অর্থাৎ এরপর আইপিএল ছেড়ে দেশে ফিরে আসতে হবে এই বাঁহাতি পেসারকে।  

অথচ এবার চেন্নাইয়ের জার্সিতে দারুণ ফর্মে আছেন মোস্তাফিজ। ৫ ম্যাচ খেলেই তুলে নিয়েছেন ১০ উইকেট। কিন্তু বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলছেন, বিশ্বকাপের আগে ওয়ার্কলোড ও জিম্বাবুয়ে সিরিজের কথা ভেবে মোস্তাফিজকে ফিরিয়ে আনা হচ্ছে। বিসিবির এমন সিদ্ধান্তের সমালোচনা করছেন অনেকে।  

তবে সমালোচনার ঝড় তুলেছে জালাল ইউনুসের অন্য একটি মন্তব্য। তিনি বলেছিলেন, 'আইপিএল থেকে মোস্তাফিজের আর শেখার কিছু নেই। বরং তার কাছ থেকেই আইপিএলের অনেক খেলোয়াড়রা শিখছে। এতে বাংলাদেশের কোনো লাভ হচ্ছে না। '

বিসিবি পরিচালকের এমন মন্তব্যে অবাক হয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে এক আলোচনায় তিনি বলেন, 'বাংলাদেশ বলছে আইপিএল খেলে মোস্তাফিজের কোনো লাভ হচ্ছে না। তার ওয়ার্কলোড ম্যানেজ হচ্ছে। এর আগেও বাংলাদেশ এমনটা করেছে। আমার মতে, এমনটা না করাই ভালো। '

মোস্তাফিজ বাংলাদেশে ফিরলে চেন্নাইয়ের ক্ষতি হবে বলেও মনে করেন আকাশ, 'চেন্নাইয়ের হয়ে আর খেলতে পারবে না সে। আর অল্প কিছুদিন খেলতে পারবে। (আমার প্রশ্ন) বাংলাদেশ কেন এমন করে? খেলতে দাও না আমার ভাইটাকে। সে চলে গেলে চেন্নাইয়ের কিছুটা হলেও ক্ষতি হবে। '

আইপিএলে ভারতের খেলোয়াড়রাও খেলছেন। বিশ্বকাপেও তাদের অনেকে খেলবেন। তাই মোস্তাফিজের না খেলার কোনো কারণ দেখেন না আকাশ, 'বিশ্বকাপের এখনও অনেক দেরি আছে। সেখানে ভারতের খেলোয়াড়রাও যাবে। আচ্ছা, বাংলাদেশ এমন কেন করে? যে ভালো করছে তাকে সেটা করতে দাও। পরের বছর নিলাম হবে বড় আকারে। অনেক টাকা পাবে মোস্তাফিজ এবং আমি চাই সে অনেক টাকা আয় করুক। '

আকাশ যাই-ই বলুন না কেন, মোস্তাফিজকে ফিরে আসতেই হচ্ছে। আগামী ২৮ এপ্রিল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। ওই সিরিজেই মোস্তাফিজকে খেলানোর কথা ভাবছে বিসিবি। ফলে চেন্নাইয়ের জার্সিতে আরও ৪টি ম্যাচ খেলতে পারবেন মোস্তাফিজ। যার মধ্যে আজ রাতেই লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে চেন্নাই। যেখানে একাদশে থাকার সম্ভাবনা রয়েছে মোস্তাফিজের।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।