ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

‘পাত্তা না দিলে জবাব দিচ্ছ কেন’, কোহলির উদ্দেশে গাভাস্কার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, মে ৫, ২০২৪
‘পাত্তা না দিলে জবাব দিচ্ছ কেন’, কোহলির উদ্দেশে গাভাস্কার

বিরাট কোহলি আগেও বলেছেন, এখনো বলে যান। বাইরের আলোচনাকে পাত্তা দেন না তিনি।

তবে ২৮ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচের পর স্ট্রাইকরেট নিয়ে সমালোচনাকারীদের একহাত নেন ডানহাতি এই ব্যাটার। তাতেই চটেছেন কিংবদন্তি ভারতীয় ব্যাটার সুনীল গাভাস্কার। তার মতে, সমালোচনাকে পাত্তা না দিলে জবাব দিতে হবে কেন।

গত ২৫ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪৩ বল খেলে ৫১ রান করেন কোহলি। শুরু থেকে ১৫ ওভার পর্যন্ত খেলে একজন ওপেনারের স্ট্রাইকরেট ১১৮ তে থাকাটা মানতে পারেননি গাভাস্কার।

তিনি বলেন, 'ধারাভাষ্যকাররা তখনই প্রশ্ন তুলেছে, যখন তার স্ট্রাইকরেট ১১৮ ছিল। আমি ঠিক নিশ্চিত নই। আমি খুব বেশি খেলা দেখি না, তাই জানি না বাকি ধারাভাষ্যকাররা কী বলেছেন। কিন্তু আপনি যদি ওপেন করেন, এরপর ১৪–১৫তম ওভারে আউটের পর আপনার স্ট্রাইক রেট ১১৮ থাকে...এরপরও যদি কেউ প্রশংসা করে তাহলে সেটা ভিন্ন বিষয়। '

'এসব ছেলেরা বলে, আমরা মাঠের বাইরের আলোচনাকে পাত্তা দিই না। আচ্ছা, তাহলে মাঠের বাইরের আলোচনা বা যেটাই হোক, জবাব দিচ্ছ কেন। প্রচুর না হলেও আমরা সবাই অল্পবিস্তর ক্রিকেট খেলেছি। আমাদের কোনো এজেন্ডা নেই। আমরা যেটা দেখি সেটাই বলি। আমাদের অকারণে কোনো কিছু পছন্দ-অপছন্দ করি না। যদি এমন কিছু থেকেও থাকে, তাহলে মাঠে যা ঘটে সেটা নিয়েই কথা বলি। '

কোহলির সেই ভিডিও ক্লিপ বারবার দেখানোয় আইপিএলের ব্রডকাস্টার স্টার স্পোর্টসের প্রতি হতাশ গাভাস্কার। টিভি চ্যানেলটির উদ্দেশে তিনি বলেন, 'সমালোচকদের প্রশ্নবিদ্ধ করার যে ক্লিপ দেখানো হচ্ছে, সেই সমালোচকরা আপনার নিজস্ব ধারাভাষ্যকার। আশা করি স্টার স্পোর্টস এটা বুঝতে পারবে। ধারাভাষ্যকারদের হেয় করার বিষয়টি বারবার দেখানো ভালো দিক কি না বলতে পারব না। এটা যথেষ্টবার দেখানো হয়েছে, সবাই বার্তা পেয়েছে। এটা যদি আরেকবার দেখানো হয় তাহলে আমি খুবই হতাশ হব। '

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, মে ৫, ২০২৪
এএইচএস      

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।