ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজ-পাথিরানাকে ছাড়াই সহজ জয় চেন্নাইয়ের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, মে ৫, ২০২৪
মোস্তাফিজ-পাথিরানাকে ছাড়াই সহজ জয় চেন্নাইয়ের

জাতীয় দলের ডাকে মোস্তাফিজুর রহমান দেশে ফিরেছেন মাসের শুরুতেই। অবশ্য তার বিদায়ী ম্যাচটিতে পাঞ্চাব কিংসের কাছে হেরেছিল চেন্নাই সুপার কিংস।

তবে ওই ম্যাচে মোস্তাফিজ উইকেট না পেলেও দারুণ বোলিং করেছিলেন। এদিকে একই প্রতিপক্ষের বিপক্ষে ফের মাঠে নামার আগে চেন্নাইয়ের আরেক ইন-ফর্ম পেসার মাথিশা পাথিরানা ইনজুরি নিয়ে ফিরে গেছেন নিজ দেশ শ্রীলঙ্কায়।

দলের দুই মূল পেসারকে ছাড়াই অবশ্য পাঞ্চাবকে সহজেই হারিয়ে শীর্ষ তিনে উঠে এলো চেন্নাই। ধর্মশালায় আগে ব্যাট করে ৯ উইকেটে ১৬৭ রানের মাঝারি সংগ্রহ পেয়েছিলের মহেন্দ্র সিং ধোনিরা। জবাবে পুরো ২০ ওভার খেলেও চেন্নাইয়ের সমান উইকেট হারিয়ে ১৩৯ রান তুলতে পারে পাঞ্জাব। ফলে ২৮ রানে জিতে যায় চেন্নাই।

টস হেরে ব্যাট করতে নেমে চেন্নাই তেমন সুবিধা করতে পারেনি। রুতুরাজ গায়কোয়াড়, ডেরিল মিচেল ও রবীন্দ্র জাদেজা ছাড়া সেভাবে স্ট্রাইক রেট ভালো রেখে রান তুলতে পারেননি। মিচেলের ব্যাট থেকে আসে ১৯ বলে ৩০ রানের ইনিংস। অধিনায়ক রুতুরাজ ২১ বলের মোকাবিলায় করেন ৩২ রান। আর ছয়ে নেমে ২৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৩ রান করেন জাদেজা।

বল হাতে পাঞ্জাবের রাহুল চাহার ও হার্শাল প্যাটেল নেন ৩টি করে উইকেট। এছাড়া আর্শদীপ সিং নিয়েছেন ২ উইকেট।  

জবাবে পাঞ্চাবের দুই দেশি ব্যাটার প্রভসিমরান সিং ও শশাঙ্ক সিং ছাড়া কেউ দলের চাহিদামতো ব্যাট করতে পারেননি। ২৩ বলে ৩০ রান করেছেন ওপেনার প্রভসিমরান আর ২০ বলে ২৭ রান করেছেন শশাঙ্ক। ব্যাট হাতে দলের সর্বোচ্চ রান করা চেন্নাইয়ের অলরাউন্ডার জাদেজা পরে বল হাতেও দারুণ সাফল্য পেয়েছেন। ৪ ওভারে মাত্র ২০ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ২টি করে উইকেট গেছে তুষার দেশপান্ডে ও সমরজিত সিংয়ের ঝুলিতে।  

১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষ তিনে উঠে এসেছে চেন্নাই। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আটে অবস্থান পাঞ্জাবের। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রাজস্থান রয়্যালস। সমান ম্যাচ খেলে দুইয়ে থাকা কলকাতা নাইট রাইডার্সের সংগ্রহ ১৪ পয়েন্ট। চেন্নাইয়ের সমান ১২ পয়েন্ট আছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও সানরাজার্স হায়দরাবাদেরও। তবে বাকি দুই দল খেলেছে ১০টি করে ম্যাচ।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, মে ০৫, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।