ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরলেন লিটন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, মে ২৫, ২০২৪
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরলেন লিটন

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করে রেখেছে যুক্তরাষ্ট্র। তাই বাংলাদেশের লক্ষ্য এখন ধবলধোলাইয়ের লজ্জা এড়ানো।

সেই লক্ষ্যে শেষ টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা।

একাদশে আজ দুটি পরিবর্তন আনা হয়েছে। জাকের আলীর জায়গায় ঢুকেছেন লিটন দাস। আর শরিফুল ইসলামের পরিবর্তে  খেলছেন হাসান মাহমুদ। যুক্তরাষ্ট্রের একাদশে এসেছে  চার বদল। বিশ্রামে রাখা হয়েছে নিয়মিত অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলকে।  

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম হাসান, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন।

যুক্তরাষ্ট্র একাদশ: শায়ান জাহাঙ্গীর, মিলিন্দ কুমার, আন্দ্রিয়েস গুস, অ্যারন জোনস (অধিনায়ক), নিতিশ কুমার, কোরি অ্যান্ডারসন, নশতুশ কেনজিগে, শেডলি ফন শকওয়াইক, নিসর্গ প্যাটেল, জাসদ্বীপ সিং, সৌরভ নেত্রাভলকার।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, মে ২৫, ২০২৪ 
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।