ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

শান্ত বললেন, ‘কালকে একটা নতুন দিন’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, জুন ৭, ২০২৪
শান্ত বললেন, ‘কালকে একটা নতুন দিন’

বাংলাদেশ দলে এমনিতে সমস্যার শেষ নেই। কিন্তু এর মধ্যেও সাম্প্রতিক সময়ে চোখে লেগেছে ব্যাটারদের পারফরম্যান্স।

বিশেষত টপ অর্ডাররা ব্যর্থ হয়েছেন একেবারে। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকা তিন ওপেনারের সঙ্গে ফর্মে নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।  

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারেও তাদের দায় দেখেন অনেকে। পরে বাংলাদেশ একদমই ভালো করতে পারেনি ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শনিবার সকালে বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছেও প্রশ্ন গিয়েছিল টপ অর্ডারদের পারফরম্যান্স নিয়ে।

উত্তরে তিনি বলেন, ‘খুবই সত্য যে সাম্প্রতিক সময়ে টপ অর্ডাররা ভালো করেনি বা ভালো করছে না। কিন্তু কালকের দিনটা পুরো একটা নতুন দিন। এবং আপনি যেটা বললেন যে অনুশীলনে যার যে জায়গায় ঘাটতি আছে একশ ভাগ দিচ্ছে। উন্নতির জায়গা যদি বলেন অবশ্যই আগের জায়গা থেকে সবাই ভালো অবস্থায় আছে। অনুশীলন দেখে বা নেট দেখে বা নেটে আমরা যতটুকু ব্যাটিং করেছি সবাই; তাতে মনে হয়েছে সবাই আগের থেকে ভালো অবস্থায় আছে। ’

‘আগে কী হয়েছে এটা চিন্তা না করে কালকে একটা নতুন দিন। কালকে আমরা কেউই জানি না কে ভালো খেলবে বা কে খারাপ খেলবে। নতুন দিনটা আমার মনে হয় যে শুরুটা ভালো করবে যে সেট হবে তার খুব বড় দায়িত্ব থাকবে যে খেলাটা কীভাবে শেষ  করছে। আমি আশা করছি যেভাবে আমাদের ব্যাটাররা প্রস্তুতি নিয়েছে ওটা যদি এক্সিকিউট করতে পারে তাহলে ভালো ম্যাচ হবে। ’

বাংলাদেশ বিশ্বকাপ শুর ‍করছে বাকিদের চেয়ে বেশ পরে। ১ জুন শুরু হয়েছিল বিশ্বকাপ, এক সপ্তাহ পর বাংলাদেশ খেলবে প্রথম ম্যাচ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ ও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পরও সময় ছিল বেশ। এ সময়ে কী ধরনের প্রস্তুতি নিয়েছেন ব্যাটাররা? 
 
শান্ত বলেন, ‘টপ অর্ডাররা আলাদা করে কোনো কিছু করেছে কি না এটা আসলে ব্যক্তিগতভাবে যার যার যেভাবে পরিকল্পনা করেছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার কাছে দেখে যতটুকু মনে হচ্ছে বেশি কিছু অতিরিক্ত কোনো কিছু চেষ্টা করেনি। যার যে শক্তিমত্তা আছে ওটা কিভাবে ম্যাচে প্রয়োগ করতে পারে ওই জিনিসটা নিয়ে কাজ করেছে। ’ 

‘প্রস্তুতির দিক দিয়ে যদি বলতে চান সবাই ভালো মতো প্রস্তুত। আমার মনে হয় যতটুকু সুবিধা ছিল ওটা আমরা পুরোটাই নেওয়ার চেষ্টা করেছি। ভালো খারাপ থাকবে। কিন্তু এর ভেতর থেকে যতটুকু ভালো জিনিস নেওয়া যায় অনুশীলন থেকে ওই জিনিসটা আমরা নেওয়ার চেষ্টা করেছি। এবং আমি মনে করি যে, খুব ভালোভাবে খেলোয়াড়রা প্রস্তুত আছেন। ’ 

বাংলাদেশ সময় : ০৮৫৫ ঘণ্টা, ৭ জুন, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।