প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিল ওমান। যদিও এক ম্যাচ এখনো বাকি রয়েছে তাদের।
অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ৭ উইকেটে ১৫০ রানে পুঁজি গড়ে ওমান। সেই রান ৪১ বল হাতে রেখেই পেরিয়ে যায় স্কটল্যান্ড। তাড়া করতে নেমে বিস্ফোরক শুরু করেন জর্জ মানসি। বাঁহাতি এই ওপেনার ২০ বলে ২ চার ও ৪ ছক্কায় আউট হন ৪১ রানে। তবে বাকিটা পথ ধ্বংসযজ্ঞ চলমান রাখেন ব্রেন্ডন ম্যাকমালেন। ৩১ বলে ৯ চার ও ২ ছক্কায় ৬১ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হন তিনি।
এর আগে ওমানকে বড় সংগ্রহ থেকে বিরত রাখেন স্কটিশ বোলাররা। দুটি উইকেট নেন সাফিয়ান শরিফ। এছাড়া একটি করে শিকার মার্ক ওয়াট, ব্রেড হুইল, ক্রিস্টোফার সোল ও ক্রিস গ্রিভস। ওমানের হয়ে সর্বোচ্চ ৫৪ রান আসে প্রতীক অথবলের ব্যাট থেকে। অয়ন ৪১ রানে অপরাজিত থেকে দলকে দেড়শতে নিয়ে গেলেও তা কোনো কাজে আসেনি।
এই জয়ে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে বি গ্রুপের শীর্ষে উঠেছে স্কটল্যান্ড। তাতে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সুপার এইটে যাওয়ার সমীকরণ আরও জটিল হয়ে গেল। ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে চারে আছে তারা।
বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, জুন ১০, ২০২৪
এএইচএস