ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের বিদায়ে খারাপ লাগছে তামিমের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জুন ১৬, ২০২৪
পাকিস্তানের বিদায়ে খারাপ লাগছে তামিমের

গত আসরে ফাইনাল খেললেও এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই উঠতে পারেনি পাকিস্তান। প্রথমে যুক্তরাষ্ট্রের কাছে হেরে অঘটনের শিকার হয় তারা।

পরে চিরপ্রতিন্দ্বন্দ্বী ভারতের বিপক্ষেও পায়নি জয়ের দেখা।  তৃতীয় ম্যাচে কানাডাকে হারালেও তাদের টপকে সুপার এইটে নাম লেখায় ভারত ও স্বাগতিক যুক্তরাষ্ট্র।

বিশ্বকাপ থেকে পাকিস্তানের এমন বিদায়ে খারাপ লাগছে তামিম ইকবালের। এক্স হ্যান্ডলে তিনি লিখেন ‘বিশ্বকাপ থেকে পাকিস্তান বাদ পড়তে দেখে খারাপ লাগছে। আশা করছি তারা পরেরবার ভালো করবে, শহীদ আফ্রিদির মতো সিনিয়র ক্রিকেটাররা পথ দেখাবেন। ’

বিশ্বকাপ থেকে বিদায় নিলেও একটি ম্যাচ বাকি আছে পাকিস্তানের। আজ রাত সাড়ে ৮টায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে তারা।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জুন ১৬, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।