সুপার এইটের প্রথম ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তাই জিততেই হবে।
শনিবার অ্যান্টিগায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ভারতের বিপক্ষে এমন ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
টসের সময় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, এখানকার উইকেটে ১৫০-১৬০ রানকে ভালো মনে হচ্ছে তার। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও চেয়েছিলেন ব্যাট করতে, সেটি পেয়ে খুশি তিনি।
বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। সহ-অধিনায়ক তাসকিন আহমেদকে বসিয়ে নেওয়া হয়েছে জাকের আলিকে। ভারতের একাদশে একটিও বদল আসেনি।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ : বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পান্ত, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, কুলদীপ যাদব ও যশপ্রীত বুমরা।
বাংলাদেশ সময় : ০৮০৪ ঘণ্টা, ২২ জুন, ২০২৪
এমএইচবি