ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টিম বাস কারো জন্য অপেক্ষা করে না, তাসকিন প্রসঙ্গে সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জুলাই ২, ২০২৪
টিম বাস কারো জন্য অপেক্ষা করে না, তাসকিন প্রসঙ্গে সাকিব

বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় সপ্তাহখানেক। তবে এর মধ্যে হুট করেই শোরগোল।

তাসকিন আহমেদ ভারতের বিপক্ষে ম্যাচের আগে টিম বাসে মাঠে যেতে পারেননি, এমন প্রতিবেদন আসে গণমাধ্যমে। দাবি করা হয়, এজন্য নাকি তাসকিনকে ওই ম্যাচে একাদশেও রাখা হয়নি।  

এ নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। এ বিষয়ে কথা বলেছেন বিশ্বকাপের সময় তাসকিনের সঙ্গেই থাকা সাকিব আল হাসানও। শুরুতে তার কাছে প্রশ্ন ছিল, দলের কথা বাইরে আসা নিয়ে।

এ নিয়ে সাকিব বলেন, ‘আমি জানি না এটা কী জন্য হয়েছে। হয়তো কোন ব্যাখ্যা দিতে গিয়ে হয়েছে কি না জানি না। কী কারণে তাসকিন খেলে নাই কারণ সে দলের সহ-অধিনায়ক বলতে গেলে অটোমেটিক চয়েজ। যখন সে না খেলবে স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন আসে। এখন ব্যাখ্যা তো দিতে হবে। এখন সে কারণে বলেছে কি না যেই বলেছে সেটা তো আমি বলতে পারব না। ’

ওই দিনের ঘটনা জানিয়ে পরে সাকিব বলেন, ‘আসলে যেটা হয়েছিল দলের বাস তো একটা সময়ে ছাড়ে। ক্রিকেটের আমরা যারা খেলোয়াড় আছি তাদের একটা রুলস স্বাভাবিকভাবে বাস কখনও অপেক্ষা করে না। যদি কেউ কখনও এমন মিস করে পরে গাড়ি নিয়ে আসে কিংবা ম্যানেজারের গাড়ি থাকে অথবা ট্যাক্সি থাকে। ’

‘ওয়েস্ট ইন্ডিজ যেহেতু কঠিন জায়গায়, ওখানে ট্রান্সপোর্টের সাপোর্ট অনেক কঠিন থাকে। যখন তাসকিন পৌঁছেছিল মাঠে তখন প্রায় টস হওয়ার হয়তো ৫-১০ মিনিট আগে। খুবই কাছাকাছি সময়ে। খুব স্বাভাবিকভাবে ওই সময়টাই কঠিন ছিল টিম ম্যানেজমেন্টের জন্য নেওয়া। ’

‘কোন অবস্থাতে থাকে ওই রকম পরিস্থিতিতে একটা খেলোয়াড়। তার জন্য একটু কঠিন। স্বাভাবিকভাবে তাসকিন অ্যাপোলোজাইজ করেছে টিমের কাছে। টিমের সবাই এটা খুব স্বাভাবিকভাবে নিয়েছে। মানুষের ক্ষেত্রে ভুল হতেই পারে…। আনইন্টেনশাল ভুল হতেই পারে । সো ও এটা স্বীকার করেছে। ওখানেই শেষ হয়ে গেছে। ’

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জুলাই ২, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।