ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

জয়ে সিরিজ শেষ ভারতের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
জয়ে সিরিজ শেষ ভারতের

শুরুটা হার দিয়ে হলেও সিরিজে এরপর আর জিম্বাবুয়েকে সুযোগই দিল না ভারত। শেষ ম্যাচে স্বাগতিকদের ৪২ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ এ জিতে নিল তারা।

এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় আজকের ম্যাচটি ছিল নিয়মরক্ষার। হারারেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৬৭ রান করে ভারত। ৪৫ বলে ১ চার ও ৪ ছক্কায় সর্বোচ্চ ৫৮ রান করেন সাঞ্জু স্যামসন। শেষ দিকে  ১২ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলে দেড়শ পার করান শিভাম দুবে। জিম্বাবুয়ের হয়ে ব্লেসিং মুজারাবানি ২টি, ব্রেন্ডন মাভুতা, রিচার্ড এনগারাভা ও সিকান্দার রাজা নেন একটি করে উইকেট।

তাড়া করতে নেমে মুকেশ কুমারের দারুণ বোলিংয়ের সামনে ১২৫ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। সর্বোচ্চ ৩৪ রান আসে ডিওন মায়ার্সের ব্যাট থেকে। ২২ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন মুকেশ। দুবে ২টি, তুষার দেশপান্ডে, ওয়াশিংটন সুন্দর ও অভিষেক শর্মা নেন একটি করে উইকেট।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।