ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের দারুণ শুরুর পর আইয়ুব-শাকিলের প্রতিরোধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
বাংলাদেশের দারুণ শুরুর পর আইয়ুব-শাকিলের প্রতিরোধ

শরিফুল ইসলামের দারুণ বোলিংয়ে স্রেফ ১৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। শুরুর এই ধাক্কা সামলে দলকে পথ দেখান সাইম আইয়ুব ও সাউদ শাকিল।

দুইজনেই পান ফিফটির দেখা। এর মধ্যে আইয়ুব বিদায় নিলেও ব্যাট চালাচ্ছেন শাকিল। মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে প্রথম দিন পার করেছেন তিনি।  

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিনে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করেছে পাকিস্তান। দিন শেষে ৫৭ রানে অপরাজিত আছেন শাকিল। আর রিজওয়ান অপরাজিত আছেন ২৪ রানে।  

বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় প্রথম সেশন খেলা হয়নি। বাংলাদেশ সময় সকাল ১১টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও তা মাঠে গড়িয়েছে বিকেল ৩টায়। টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুতেই পায় উইকেটের দেখা। চতুর্থ ওভারে হাসান মাহমুদের তৃতীয় ডেলিভারি স্লিপে জাকির হাসানের হাতে ক্যাচ তুলে দেন আবদুল্লাহ শফিক। ১৪ বলে ২ রান করে বিদায় নেন তিনি।  

তিনে নামা শান মাসুদ ঠিকঠাক দাঁড়াতে পারেননি। শরিফুলের বল খেলতে গিয়ে উইকেরক্ষকের হাতে তুলে দেন ক্যাচ। শুরুতে বাংলাদেশের আবেদনে আম্পায়ার সাড়া দেননি। তবে রিভিউ নেওয়ার পর সিদ্ধান্ত বদলান আম্পায়ার। বিষয়টি অবশ্য মেনে নিতে পারেননি ১১ বলে ৬ রান করা মাসুদ। তার যুক্তি ছিল প্যাডে লেগেছে বল। যদিও আম্পায়ের সিদ্ধান্ত হয় চূড়ান্ত।  

চারে নামা বাবর আজমকে শূন্য রানে ফিরিয়ে দেন শরিফুল। তার দেওয়া ডেলিভারি ঠিকঠাক বুঝে উঠতে পারেননি বাবর। অনসাইডে খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটরক্ষকের হাতে। ঝাপিয়ে দারুণ এক ক্যাচ নেন লিটন দাস। দ্রুত ৩ উইকেট হারানোর পর জুটি গড়েন আইয়ুব ও শাকিল।  

চতুর্থ উইকেটে ৯৮ রান যোগ করেন এই দুই ব্যাটার। ঠান্ডা মাথায় খেলতে থাকা আইয়ুব ফিফটির দেখা পান ৭৬ বলে। তবে ৯৮ বল খেলে আর ৬ রান যোগ করেই বিদায় নিতে হয় তাকে। হাসান মাহমুদের বল স্লিপে মেহেদি হাসান মিরাজের কাছে ক্যাচ তুলে দিয়ে উইকেট হারান পাকিস্তানি ওপেনার। তবে লড়তে থাকেন শাকিল। ৮২ বলে ৪ চারে ফিফটি পূর্ণ করেন তিনি। রিজওয়ানকে সঙ্গে নিয়ে শেষ করেন প্রথম দিন।  

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
আরইউ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।