ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সবাই দেশে ফিরলেও লন্ডনে গেছেন সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৪
সবাই দেশে ফিরলেও লন্ডনে গেছেন সাকিব

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এক সিরিজ জিতেছে বাংলাদেশ। এরপর নাজমুল হোসেন শান্তসহ পুরো দলই দেশে ফিরেছে।

বিমানবন্দরে ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানান বিসিবি কর্মকর্তারা।  

তবে পাকিস্তান থেকে ফেরা এই দলে ছিলেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। কিছুদিন আগে তার নামে হত্যা মামলা হয়েছে। এরপর থেকে তার দেশে ফেরা নিয়ে আলোচনা চলছে।  

সবাই দেশে ফিরলেও সাকিব ফেরেননি। তিনি চলে গেছেন লন্ডনে। কাউন্টি দল সারের হয়ে একটি ম্যাচ খেলবেন তিনি। এরপর আসন্ন ভারত সফরে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।  

ইতোমধ্যেই সাদা বলের ক্রিকেটাররা মিরপুরে অনুশীলন শুরু করেছেন। ৯ তারিখ থেকে লাল বলের ক্রিকেটাররা অনুশীলন শুরু করবেন।  

এদিকে ৯ সেপ্টেম্বর থেকে ভারত সফরের অনুশীলন শুরু হওয়ার কথা টাইগারদের। আগামী ১৫ সেপ্টেম্বর দুই টেস্ট এবং তিন টি-টোয়েন্টি খেলতে ভারত যাবে দল।

বাংলাদেশ সময় : ১২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।