ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘এখনই সময় দায়িত্ব নেওয়ার’, বললেন লিটন

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৪
‘এখনই সময় দায়িত্ব নেওয়ার’, বললেন লিটন

লিটন দাস আসার পরই ক্যামেরার একের পর এক ক্লিকের শব্দ। এর মধ্যেই একটু রসিকতা করলেন জাতীয় দলের এই উইকেটকিপার-ব্যাটার।

কোকাকোলার বোতল হাতে নিয়ে বললেন, ‘আমিও কী এটা নামিয়ে রাখবো?’ 

লিটনের এমন মেজাজের পেছনে যে তার সাম্প্রতিক পারফরম্যান্স একটা কারণ, তা তো আর বলার অপেক্ষা রাখে না। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক সিরিজ কাটিয়েছে বাংলাদেশ। লিটন দাস সেঞ্চুরি করেছেন, রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। একসময় লিটনকে নিয়ে আফসোসই শোনা যেত বেশি। এখন যত সময় যাচ্ছে, নিজেকে কী আরও বেশি বুঝতে পারছেন?

আজ বিসিবিতে সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি ৯-১০ বছর হয়ে গেছে ক্রিকেট খেলছি। ওরকম অভিজ্ঞতা হয়েছে। এখনই সময় দায়িত্ব নেওয়ার। দায়িত্ব যদি এখন না নিই, তাহলে আর কখন। সুযোগ পেলেই, আমি বলছি দায়িত্ব নেওয়ার কথা; কিন্তু তার মানে এই না যে প্রতি ম্যাচেই আমাকে দায়িত্ব নিতে হবে। আমি মানুষ, আমার ভুল হতেই পারে। ’

টেস্টে লিটন নিয়মিতই কিপিং করেন। লম্বা সময় উইকেটের পেছনে দাঁড়িয়ে আবার ব্যাট হাতে দায়িত্ব সামলানো প্রসঙ্গে লিটন বলেন, ‘কিপিং ব্যাটিংয়ের ক্ষেত্রে কোনো সাহায্য করে না। কিপিং একটা পার্ট। যখন ফিল্ডিং করা, তখন সেটা যেমন একটা পার্ট; কিপিংও তেমনই। ’

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ২৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। এরপর মেহেদী হাসান মিরাজের সঙ্গে জুটি গড়ে দলকে টেনে তুলেছিলেন। আবার প্রয়োজনের সময় করেছেন আক্রমণাত্মক ব্যাটিং, নাসিম শাহের এক ওভারে নিয়েছেন ১৮ রান।  

নিজের ব্যাটিংয়ের ধরন নিয়ে তিনি বলেন, ‘আমি যে খুব আক্রমণাত্মক ক্রিকেট খেলেছি তা না। আমার কাছে যে বলগুলো মনে হয়েছে স্কোরিং, সেগুলোতে স্কোর চেষ্টা করেছি। অবশ্যই এখন যেকোনো ফরম্যাটে রানের প্রাধান্য অনেক বেশি থাকে। আমরা একটা জায়গায় গিয়ে রান করতে পারছিলাম না। আমি নামার পর রান অ্যা বলের খেলাতে কিন্তু একটা ফ্লো চলে আসে। আমি যে জায়গায় ব্যাট করি, সবাই আক্রমণাত্মক ক্রিকেট খেলে। ’

পাকিস্তানকে ধবলধোলাই করে আসার পর লিটনদের এখন প্রস্তুত হতে হচ্ছে ভারত সফরের জন্য।  আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচটি হবে কানপুরে, ২৭ সেপ্টেম্বর। অনুশীলন শুরু করলেও এখনও সিরিজটির জন্য স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ।  

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।