ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কাকে ১০৪ রানে হারালো বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৪
শ্রীলঙ্কাকে ১০৪ রানে হারালো বাংলাদেশ

সাথী রানি পেলেন হাফ সেঞ্চুরির দেখা। রান পেলেন নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারিরাও।

বাংলাদেশ তাতে পেলো বড় সংগ্রহ। বড় রান তাড়ায় নেমে প্রতিপক্ষ অলআউট হয়েছে প্রতিপক্ষ।  

শুক্রবার পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ১০০ রানে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান করে সফরকারীরা। রান তাড়ায় নেমে স্রেফ ৬০ রানে অলআউট হয় শ্রীলঙ্কার মেয়েরা।

শুরুতে ব্যাট করা বাংলাদেশের হয়ে হাফ সেঞ্চুরি করেন ওপেনার সাথী। ৪০ বলে ৫০ রান করে রিটায়ার্ড আউট হন তিনি। ২৪ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন জ্যোতি। ৩৯ বলে ৩৯ রান করে রিটায়ার্ড আউট হন সোবহানা মোস্তারিও।

রান তাড়ায় নেমে বাংলাদেশের বোলারদের তোপ সামলাতে পারেনি লঙ্কান মেয়েরা। ২ ওভার ৪ বল হাত ঘুরিয়ে ৪ উইকেট নেন রাবেয়া খান। দুই উইকেট পান সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন। লঙ্কানদের পক্ষে ১৫ বলে সর্বোচ্চ ১৮ রান করেন নিতমি পুরনা।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।